নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনাজপাতি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নাঘর থেকে শোবার ঘর, বিজ্ঞান থেকে খেলাধুলা, সামগ্রিকভাবে গোটা দেশেই যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সব কিছুর দাম সেখানে দেশের অর্থমন্ত্রী কতটা সুরাহা করতে পারবেন দেশবাসীর সেটাই সবথেকে বড় প্রশ্ন। আজ শনিবার এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ, স্বাস্থ্য থেকে বিমা করের বোঝা কী আদপেই লাঘব হবে? যখন গোটা দেশবাসীর মনে একই প্রশ্ন ঘোরাফেরা করছে তখন কেন্দ্রের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সরকার আদপেই কী হাল ফেরাতে পারবে?
একদিকে মুদ্রাস্ফীতি অন্যদিকে ঊর্ধ্বমুখী অর্থনীতি এই দুইয়ের মাঝখানে পড়ে ফের বিপাকে পড়বেন না তো সাধারণ মানুষ। খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে দিনমজুরের কপালে কী এবার শিকে ছিঁড়তে চলেছে! পাশাপাশি দেশের নিরাপত্তা থেকে শুরু করে ঘরের গৃহবধূ রান্নাঘরে দাঁড়িয়ে কী শান্তিতে রান্নাটা করতে পারবেন? নাকি এক রাশ জল ঢেলে দেবে ফের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।