কোটি টাকার মাদক উদ্ধার

অপরাধ কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের উদ্ধার হল প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক। বারুইপুরের খোদার বাজারের মন্ডল পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। পাশাপাশি বাড়ি থেকে কয়েক লক্ষ নগদ টাকাও মিলেছে বলে সূত্রের খবর। মঙ্গলবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি যেতে তল্লাশি শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়িটি একটি হোমিওপ্যাথি চিকিৎসকের। ওই বাড়ির একতলায় এক বছর ধরে ভাড়া থাকতেন মোকলেশ শেখ নামে এক ব্যক্তি। উস্থির বাসিন্দা তিনি। তল্লাশি চলাকালীন মোকলেশের ঘর থেকে মাদকদ্রব্য এবং নগদ টাকা উদ্ধার হয়। মোকলেশ তার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকতেন। তাঁরা একটি দোকান চালাতো। এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ থাকলেও তাঁদের সঠিক পরিচয় ছিল না।

প্রাথমিক তদন্ত অনুযায়ী মোকলেশ মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং তাঁর সহযোগী ছিল তাঁর শাশুড়ি সেরিনা বিবি। যিনি মাদক বাহকের কাজ করতেন। এদিন সেরিনা বড় পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে এসেছেন। খবর পেয়ে এসটিএফ সকালের দিকে অভিযানে নামে এবং বাড়িতে তল্লাশি শুরু করে। অভিযানে মোকলেশ এবং তার শাশুড়িকে গ্রেফতার করা হয়, কিন্তু মোকলেশের স্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন না।

ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।কারণ মাদক চোরাচালান নিয়ে এখানকার বেশিরভাগ মানুষই কিছুই জানতেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং মাদক চক্রের সঙ্গে কারা কারা যুক্ত তাও খতিয়ে দেখছে।