নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকালে ইতঃস্তত দুই শিশুকে ঘোরাঘোরি করতে দেখে চাঞ্চল্য সিজিও সিজিও কমপ্লেক্সের সামনে। প্রাতঃভ্রমণকারীদের নজরে এলে তাঁরা শিশুদের কাছে যায় এবং জিজ্ঞেস করে তারা এখানে কি করছে, কার সাথে এসেছে। বিষয়টি শুনেই তাঁরা পুলিশকে খবর দেয়। এরপর সিজিও কমপ্লেক্স থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে উত্তর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সম্পর্কে তারা ভাই বোন। তবে তাদের বাসস্থানের জায়গা ঠিকমতো বলতে না পারলেও তারা যা কিছু বলেছে তাতে পুলিশ ধারণা করছে তারা টালিগঞ্জ এলাকায় থাকে। সোমবার দুপুর থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল তারা। সঙ্গে ছিলেন তাদের মা ও।
শিশুরা পুলিশকে জানিয়েছে, সোমবার রাতে তাদের মা ঘুরতে যাওয়ার নাম করে তাদের নিয়ে আসে। রাতভর বিভিন্ন জায়গায় ঘোরার পর ওই মহিলা দুই শিশুকে অন্য একজনের দায়িত্বে রেখে চলে যান। ওই ব্যক্তির দাবি তারপর আর ফিরে আসেননি ওই মহিলা। মঙ্গলবার সকালে শিশু দুটিকে ঘোরাফেরা করতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। এরপর তাঁরা খবর দেন উত্তর ধানের পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুদের পরিবারের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং আশেপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কেন বাচ্চা দুটিকে রেখে মহিলা চলে গেলেন তাও তদন্ত করছে পুলিশ।