Kolkata Airport বিমানবন্দরে আগুন

কলকাতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) একাংশে হঠাৎ আগুন লেগে যায়। সূত্রের খবর, সেখানে ঝালাইয়ের কাজ চলছিল, সেই সময় আগুনের ফুলকি ছিটকে পড়ে কাছের একটি ফ্লেক্সে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন বিমানবন্দরে (Kolkata Airport) উপস্থিত যাত্রী ও কর্মীরা। তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হলেও, তার আগেই বিমানবন্দরের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। এই ঘটনার জেরে বেশ কয়েকটি বিমানের জরুরি অবতরণ করানো হয়। তবে, কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

বিমানবন্দরের অন্দরে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় একই দিনে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল কার্গো সিআইএসএফ ব্যারাক থেকে উদ্ধার করা হয় এক কনস্টেবলের ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম রঘুনাথ পাল (৪০), তিনি পশ্চিম বর্ধমানের হিরাপুরের বাসিন্দা ছিলেন।সূত্রের খবর, রঘুনাথ পাল বেশ কিছুদিন ধরেই ঋণের ভারে জর্জরিত ছিলেন, যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হলেও, পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে। তার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

একই দিনে বিমানবন্দরে পরপর দুটি ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। শিল্পপতিদের আগমন এবং বেঙ্গল সামিট চলাকালীন এমন পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ উভয়েই এই ঘটনাগুলির কারণ অনুসন্ধান করছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

একই দিনে বিমানবন্দরে পরপর দুটি ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। শিল্পপতিদের আগমন এবং বেঙ্গল সামিট চলাকালীন এমন পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ উভয়েই এই ঘটনাগুলির কারণ অনুসন্ধান করছে।