Howrah: চট কারখানায় বিধ্বংসী আগুন

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার (Howrah) ডোমজুড়ের বাঁকড়া এলাকায় অবস্থিত একটি চট কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা হাওড়ার (Howrah) ডোমজুড়ে প্রথম কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। দ্রুত আগুনের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। ১০০- এর থেকেও বেশি শ্রমিক এই কারখানায় কাজ করেন।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারখানার ভেতরে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ এবং জুট সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। চট বা জুট জাতীয় সামগ্রী খুব সহজেই দাহ্য হওয়ায় অগ্নিকাণ্ডের মাত্রা দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। যদিও কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান দমকল ও প্রশাসনের। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ভিতরে থাকা দাহ্য বস্তু এবং প্রচণ্ড তাপের কারণে আগুন নেভানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসন সূত্রেও জানানো হয়েছে যে, এখন পর্যন্ত কারখানার কোনো শ্রমিক বা কর্মী ক্ষতিগ্রস্ত হননি। তবে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং পুলিশ বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। দমকল বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। পাশাপাশি অগ্নিকাণ্ডের আসল কারণ জানার জন্য তদন্ত শুরু করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর কাজে সক্ষম এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে।