নিউজ পোল ব্যুরো: টলিপাড়ার ফেডারেশন এবং পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়। গত বছর থেকেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই দ্বন্দ্ব নানান বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি টলিপাড়ার তিন জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দ্বীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে একের পর এক অসঙ্গতির কারণে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়, যার ফলে এই দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দেয়। পরিচালক গিল্ডের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফেডারেশনের তরফে কোনো সাড়া না পাওয়ায় শুক্রবার থেকে ফ্লোর বয়কটের ডাক দেন পরিচালক গিল্ড।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এই ইস্যুতে পাল্টা পরিচালকদেরই কাঠগড়ায় তুলেছেন। তিনি সাংবাদিকদের জানান, ‘ডিরেক্টররা ইচ্ছাকৃতভাবে শুটিং বন্ধ করেছেন। কোনো আলোচনা ছাড়াই শুটিং বন্ধ করে দিয়েছেন। তিনি আরও জানান, ফেডারেশন শ্রম আইন জানে এবং তাঁদের প্রধান লক্ষ্য টেকশিয়ানদের স্বার্থ রক্ষা করা। একসময় সেটে কলাকুশলীরা ১৮-১৯ ঘণ্টা কাজ করতেন, তারপর আলোচনার মাধ্যমে সেটি ১৪ ঘন্টায় কমানো হয়েছিল। ফেডারেশন কোনো রাজনৈতিক সংগঠন নয়, তবে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে।’
স্বরূপ বিশ্বাস আরও বলেন, ‘ফেডারেশন ধর্মঘট চায়নি বরং আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিল। যদি আমরা ধর্মঘট ডাকি, ইন্ডাস্ট্রির কাজ থেমে যাবে। তিনি পরিচালকদের উদ্দেশ্যে জানান, যতটুকু সম্মান প্রয়োজন, সকলকে সেটা দিতে হবে। পরিচালক একাই কাজ করেন না, সেটে অন্যান্যদেরও গুরুত্ব রয়েছে।’
এদিকে, গত মঙ্গলবার ফেডারেশন শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে পরিচালক শ্রীজিৎ রায় ও তাঁর টিম সমস্যায় পড়েন। তিনি জানান, ‘শুটিং বন্ধের কারণ জানিয়ে ইমেল পাঠালেও, কোনো উত্তর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে শ্রীজিৎ এবং তাঁর সহকর্মীরা সমাধান চেয়ে ফেডারেশনের কাছে আবেদন জানান। শুক্রবার সন্ধ্যায় জয়দীপ মুখ্যোপাধ্যায় এবং শ্রীজিৎ রায় ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং কিছু শর্তের ভিত্তিতে শুটিং আবার শুরু হবে বলে জানান।’