হাসপাতালে ওষুধ সংকট

breakingnews রাজ্য স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিষ সেলাইনের পর এবার সরকারি হাসপাতালে ওষুধ সংকট। ফের একবার শিরোনামে মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে বিষ সেলাইন কাণ্ড উত্তাল ফেলে গোটা রাজ্যে। একের পর এক প্রসূতির অসুস্থতা , মৃত্যু ও পরবর্তীতে সন্তান মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। স্বাস্থ্য ভবনের সামনে জবাব চাই স্লোগানে নামের মানুষ, তুমুল বিক্ষোভ তারপরেই শুরু হয় তদন্ত। জল গড়িয়েছিল অনেকদূর। সেখানেই ফের গন্ডগোল! ওষুধ পাচ্ছেন না রোগীরা, এমনই মারাত্মক অভিযোগ করছেন পরিবার। রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালে নেই পর্যাপ্ত ওষুধ, পর্যাপ্ত স্যালাইন। সরকারি হাসপালেও কেনো বাইরে থেকে ওষুধ আনতে হচ্ছে রোগীর পরিবারকে। কেনো বিনামূল্যে পরিষেবার বদলে ওষুধ কিনতে হচ্ছে চড়া দামে? এই নিয়ে রীতিমতন ক্ষোভে ফেটে পড়ছেন রোগীর পরিবার।

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালের ধর্ষণ ও দুর্নীতি কান্ডের পরেই আরও বেশি করে যে বিষয়টি উঠে আসে তা হলো রোগী পরিষেবা। আরজিকর হাসপাতালে পাওয়া যায়না ঠিক মতন পরিষেবা, এমন অভিযোগ করেন রোগী সহ তাঁদের পরিবার। শুধু তাই নয় এই ঘটনার পর আরও একের পর এক হাসপাতালে এমন পরিস্থিতি রয়েছে বলতে থাকেন অনেকেই। এমনকি হাসপালে ভাঙ্গা কাঁচি, তুলো নেই এই কথা ওঠে আদালতেও। পরিষেবা দিতে পারছেন না চিকিৎসকরা এমনই অভিযোগ উঠতে আসে। দুর্নীতির গন্ধ পাচ্ছেন এমনই ইঙ্গিত দেন তারা। কিন্তু যদিওবা এই

প্রসঙ্গে রাজ্যের তরফে বলা হয় সমস্তটা খতিয়ে দেখছেন তারা। তবে হাসপাতালে কোথাও তুলো নেই এই কথাটি আদালতে বলায় তা আঘাত করে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এমনটা জানান তিনি। এরপরেই রাজ্যের তরফে আশ্বাস দেওয়া হয় সরকারি হাসপাতালে পরিষেবা সুস্থ ও স্বাভাবিক রাখতে নজর দেওয়া হবে সমস্ত দিকে। কিন্তু এরপরেও আবারও সেই হাসপাতালের কাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন তুলছেন ফের রোগীর পরিবার। এবার এই সমস্যার প্রেক্ষিতে দ্রুত কী পদক্ষেপ কতক্ষনে নেওয়া হয় তাই এখন দেখার।