Bollywood: গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা

দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো: গুরুতর অসুস্থ প্রখ্যাত বলিউড (Bollywood) নেতা উত্তম মোহান্তি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলিউড (Bollywood) নেতা উত্তম মোহান্তিks চিকিৎসার জন্য শনিবার রাতে নিয়ে আসা হয় দিল্লিতে।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

বর্তমানে লিভার সিরোসিসে আক্রান্ত উত্তম মোহান্তি। শারীরিক অবস্থা সংকটজনক। এর আগে তাঁকে ভুবেনেশ্বর এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে আইসিইউতে ছিলেন তিনি। অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা বর্ষিয়ান অভিনেতাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই রাজধানীতে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর অসুস্থতার খবর চলচ্চিত্র প্রেমী এবং তাঁর অনুরাগীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে তার দ্রুত সুস্থতার জন্য অনুরাগীরা শোকাহত হয়ে তাঁর জন্য প্রার্থনা করছেন।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/17/koel-mallick-nispal-singh-rane-love-story-tollywood-inspiration/

বাবুসান ফিল্মের আসন্ন ছবি ‘বউ বুটা ভুটা’র শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন উত্তম মোহান্তি। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ছবিটি পরিচালনা করেছেন জগদীশ মিশ্র এবং উত্তম মোহন্তির পাশাপাশি তাঁর স্ত্রী অপরাজিতা এবং ছেলে বাবুসান অভিনয় করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অর্চিতা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A2y7MArMz/

জানা গিয়েছে, উত্তম মোহান্তি শ্যুটিং করছিলেন। সঙ্গে ছিল তাঁর স্ত্রী অপরাজিতা ও পুত্র বাবুসান। শ্যুটিংয়ের সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে দ্রুত ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রসঙ্গত, ওড়িয়া ছবির পাশাপাশি ৬৬ বছরের অভিনেতা ৩০টির মতো বাংলা ছবিতেও অভিনয় করেছেন। তিনি ১৯৭৭ সালে অভিমান (ওড়িয়া) সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। বেশ কয়েকটি পুরষ্কার অর্জনের পাশাপাশি, তিনি ২০১২ সালে ওড়িশা লিভিং লেজেন্ড পুরষ্কারও পেয়েছেন।

মোহান্তির জন্ম ও বেড়ে ওঠা বারিপাড়ার এক করণ পরিবারে। তার দাদা ১৫০ বছর আগে বারিপাড়ায় বসবাস শুরু করেন। তিনি এমকেসি হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন । ছোটবেলায় তিনি খুবই দুষ্টু স্বভাবের ছিলেন ।