নিউজ পোল ব্যুরো:– মৈপীঠে (Maipith)ফের বাঘের আতঙ্ক। বাঘ তাড়াতে গিয়ে বাঘের মুখে বনকর্মী। রবিবার রাতে নগেনাবাদ এলাকার জঙ্গল থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার লোকালয়ে চলে আসে। বাঘের উপস্থিতির খবর পেয়ে বনকর্মীরা রাতেই ঘটনাস্থলে (Maipith) পৌঁছে যান এবং স্থানীয় এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলে। সকালের দিকে গ্রামের আরেকটি জায়গাতেও দেখা যায় একই বাঘকে। তখন আবারও বনকর্মীরা পৌঁছে জাল দিয়ে সেই জায়গাটি ঘিরে ফেলার কাজ শুরু করেন।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
সূত্রের খবর, রবিবার রাতেই মৈপীঠে (Maipith) ঢুকে পড়েছিল বাঘটি। পায়ের ছাপ দেখেই রাতে জাল পাতা হয়েছিল। সোমবার সকালে যখন বনকর্মীরা বাঘের সন্ধানে বেড়িয়ে পড়েন তখন আচমকা বাঘটি বনকর্মীকে আক্রমণ করে। বাঘটি ওই কর্মীর মাথায় কামড়ে ধরলে, অন্যান্য বনকর্মীরা লাঠিসোটা নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেন। শেষমেষ বাঘটির কাছ থেকে ওই বনকর্মীকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত কুলতলি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। ওই বনকর্মীর শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।
তবে, বাঘটি ওই এলাকায় এখনও রয়েছে, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। বন দফতরের কর্মীরা পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে আসেন মৈপীঠ (Maipith) কোস্টাল থানার পুলিশও। বাঘটির গতিবিধি নিয়ন্ত্রণের দিকে নজর রাখছে বনকর্মীরা। বনকর্মীরা জানিয়েছেন, বাঘকে কাবু করার একমাত্র উপায় ট্রাঙ্কুলাইজার বা ঘুমের ওষুধ গুলি করা। সেটি করতে সময় লাগবে। ততক্ষণে যদি গ্রামবাসীদের ওপরে হামলা করে তাতে আরও ভয়ঙ্কর রূপ নেবে। ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা। এদিকে বাঘ ধরতে গিয়ে জখম বনকর্মীকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে বলেই সূত্রের খবর।