নিউজ পোল ব্যুরো : দিল্লিতে বিজেপির কাছে হারের পর থেকেই চাপে আম আদমি পার্টি(AAP)। পাঞ্জাবে(Punjab) ভগবন্ত মানের সরকার বাঁচাতে মরিয়া আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই আবহেই সামনে এসেছে চাঞ্চল্যকর খবর। কংগ্রেস (Congress) দাবি করেছে রাজ্যের ৩০ জন আপ বিধায়করা নাকি কংগ্রেসের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে। এই খবর সামনে আসার পরেই স্বাভাবিক ভাবে রাজনইতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির(AAP) পরাজয়ের পরেই পাঞ্জাবের কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়ার চাঞ্চল্যকর দাবি করেছেন। কংগ্রেস নেতা দাবি করেছেন, যে রাজ্যের শাসক দলের ৩০ জন বিধায়ক তাঁর সাথে যোগাযোগ করছেন। এখানেই শেষ নয় বাজওয়া আরও দাবি করেছিলেন যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে। পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতার কথায়, ৩০ জনেরও বেশি আপ বিধায়ক কংগ্রেসের সাথে যোগাযোগ করছেন এবং দল পরিবর্তন করতে প্রস্তুত। এই দাবি ঘিরেই পাঞ্জাব জুরে চড়ছে পারদ। যদিও কংগ্রেসের এই দাবি অস্বীকার করেছে আপ।
কংগ্রেস নেতার বক্তব্যের পাল্টা জবাবে, আনন্দপুর সাহেবের সাংসদ এবং পাঞ্জাবে আপের(AAP) প্রধান মুখপাত্র কাং বলেন, “সকল কংগ্রেস বিধায়ক কি আপনার সাথে যোগাযোগ করছেন? যদি থাকেন, তাহলে সন্দীপ জাখর (আবোহরের বরখাস্ত বিধায়ক) কোথায়? রাজ কুমার চাব্বেওয়াল কেন দল ছেড়েছিলেন?” চাব্বেওয়াল, যিনি এখন আপ সাংসদ, তিনি গত বছর কংগ্রেস ছেড়েছেন। এমনকি কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়ার ভাই ফতেহজং বাজওয়া বিজেপিতে যোগ দিয়েছেন বলেও জানিয়েছেন আপ সাংসদ। বাজওয়ার বক্তব্য ভিত্তিহীন বলেও দাবি করেছেন আপ সাংসদ। শাসক-বিরোধীদের দাবি পাল্টা জবাব এই সব চললেও পাঞ্জাব নিয়ে চর্চা চলছেই। তাও আবার দিল্লিতে পরাজয়ের পর মানের সঙ্গে কেজরিওয়ালের বৈঠক নিয়ে । যদিও এই নিয়েই আপ সাংসদ বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল আমাদের দলের জাতীয় আহ্বায়ক। এই ধরনের বৈঠক যেকোনো দলের অভ্যন্তরীণ প্রক্রিয়ার নিয়মিত অংশ।” তবে যাই হোক দিল্লিতে আপের শোচনীয় পরাজয়ের পর পাঞ্জাবে আপ সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছে।