নিউজ পোল স্পোর্টস ব্যুরো: আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (IND Vs PAK)। আর এই দুই দেশের ম্যাচ মানেই তা কার্যত চেহারা নেয় মহারণের। এবারে সেই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন, তা জানিয়ে দিল আইসিসি। উল্লেখ্য, যেকোন আইসিসি ট্রফিতে ইংরেজ আম্পায়ার রিচার্ড কেটেলবরো (Richard Kettleborough) ভারতের শক্ত গাঁট। তিনি কোন কোন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নিয়ম ভাঙছেন গম্ভীর, বিষ্ফোরক অভিযোগ Zaheer Khan -এর
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ভারতীয় আম্পায়ার থাকছেন না। অন্যদিকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, প্রতিযোগিতার ম্যাচের উদ্বোধনী ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন রিচার্ড কেটেলবরো। তাঁর সঙ্গে থাকবেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লা সৈকত। তবে ভারতীয় সমর্থকদের জন্য খুশির খবর, ভারত-পাক (IND Vs PAK) ম্যাচে কেটেলবরো থাকছেন না। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভুমিকা পালন করবেন পল রাইফেল এবং রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় এবং চতুর্থ আম্পায়ার হিসাবে থাকবেন যথাক্রমে মাইকেল গফ এবং আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারির ভুমিকায় থাকবেন ডেভিড বুন।
ভারত-পাক (IND Vs PAK) মহারণে না থাকলেও ভারতের (Team India) আর কোনো ম্যচে রিচার্ড কেটেলবরো থাকছেন কি? না, গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচেই নেই তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক পর্বের গ্রুপ-এ’তে ভারত-পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ভারত-বাংলাদেশ ম্যাচে দুই আম্পায়ার পল রাইফেল এবং আদ্রিয়ান হোল্ডস্টক। রিচার্ড ইলিংওর্থ থাকবেন টিভি আম্পায়ারের দায়িত্বে। চতুর্থ আম্পায়ার মাইকেল গফ এবং ম্যাচ রেফারি ডেভিড বুন। এছাড়া নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাইকেল গফ এবং রিচার্ড ইলিংওর্থ ইলিংওর্থ। টিভি আম্পায়ার হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার পল রাইফেল। ডেভিড বুন ম্যাচ রেফারি হিসাবে থাকবেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্কঃ https://www.facebook.com/share/1EA79Afcw5/
কেটেলবরো নামক ফাঁড়া গ্রুপ পর্বে না থাকলেও নকআউটে অবশ্য হাজির হতেই পারে রোহিত শর্মাদের সামনে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত টিম ইন্ডিয়া যে কয়টি আইসিসি প্রতিযোগিতার নক আউট হেরেছে, বেশিরভাগ ম্যাচের সঙ্গেই কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন রিচার্ড কেটেলবরো। যদিও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও তিনি ছিলেন তৃতীয় আম্পায়ারের ভূমিকায়। এবং শেষ ওভারে বাউন্ডারি লাইনে সূর্য কুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচে তিনিই আউট ঘোষণা করেন ডেভিড মিলারকে। তবু রিচার্ড কেটেলবরো মানেই যেন এক মূর্তিমান আতঙ্ক ভারতীয় দলের কাছে।