High Court: ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ঘিরে অস্বস্তি, মনিরুল মোল্লার নিরাপত্তা নিশ্চিত করল হাই কোর্ট

কলকাতা রাজনীতি শহর

নিউজ পোল ব্যুরো:- ভাঙড়ের তৃণমূল নেতা (TMC Leader) আরাবুল ইসলামকে(Arabul Islam) ঘিরে ফের বিতর্ক ছড়াল। তৃণমূলের অপর এক নেতা মনিরুল মোল্লা(Monirul Molla) অভিযোগ করেছেন যে আরাবুল তার প্রাণনাশের হুমকি দিচ্ছেন (Death Threats)। এই অভিযোগের ভিত্তিতে মনিরুল হাইকোর্টে (High Court) নিরাপত্তা চেয়ে আবেদন করেন। তার আবেদনের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) তাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন। বিচারপতি জানিয়েছেন যে মনিরুল মোল্লার ওপর একাধিকবার আক্রমণ হয়েছে এবং গুলি চালানোর ঘটনাও ঘটেছে। মনিরুলের দাবিতে উঠে এসেছে যে আরাবুল ইসলামের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা (Criminal Charges) দায়ের রয়েছে।

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার অন্তর্গত এলাকায় মনিরুল মোল্লার ওপর গুলি চালিয়ে তাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরাবুল। বর্তমানে তিনি জামিনে (Bail) মুক্ত রয়েছেন।আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে মনিরুলকে এখনো হুমকির মুখে পড়তে হচ্ছে। বিচারপতি নির্দেশ দিয়েছেন যে “উইটনেস প্রটেকশন আইন” (Witness Protection Act) অনুযায়ী মনিরুল মোল্লাকে সুরক্ষা দিতে হবে। তবে এই নিরাপত্তার জন্য মনিরুলকে নিম্ন আদালতে আবেদন করতে হবে।

পাশাপাশি, হাই কোর্ট আরাবুলের জামিন খারিজের আবেদনও নিম্ন আদালতে দায়ের করার পরামর্শ দিয়েছে। পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী, চার্জশিট প্রস্তুতের প্রক্রিয়া চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে এবং মনিরুলের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।