নিউজ পোল ব্যুরো: বুধবার বিধানসভায় বাজেট (West Bengal Budget 2025) পেশ করবেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই মুহূর্তে সবথেকে বড় চর্চার বিষয় বুধবারের বাজেট।
আরও পড়ুন: Newtown: নতুন রাস্তার মোড়ের নামকরণে তীব্র প্রতিবাদ
এবারের বাজেট (West Bengal Budget 2025) কি শুধুই জনমুখী হতে চলেছে নাকি রাজ্যের আর্থিক স্বাস্থ্যের দিকটাতেও জোর দেওয়া হবে? এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন এটাই। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে আয়কর ছাড়ে এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এর পাল্টা হিসেবে রাজ্য বাজেটেও দারুণ কোনো চমক দেখা যেতে পারে।
আরও পড়ুন: Newtown Incident: নিউটাউন ধর্ষণকাণ্ডে সামনে চাঞ্চল্যকর তথ্য ? দেখে নিন চটপট
যদিও সাম্প্রতিক কেন্দ্রীয় বাজেটের পর অর্থ-বর্ষের পরিকল্পনা নিয়ে একটু দোলাচলেই আছে রাজ্য সরকার। তাছাড়া রাজ্যের আর্থিক স্বাস্থ্য নিয়েও রয়েছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষিত ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’ ইত্যাদি একের পর এক জনমুখী প্রকল্পের খরচ টানার জন্য রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধি কীভাবে হবে, সে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নিউজ পোল ফেসবুক পোস্টের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সব মিলিয়ে তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2025) খুব একটা জনমুখী হবে না বলেই করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) মতে, “যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখে হয়ত দু-একটা চমক দেখা যেতে পারে।” অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, “শুধু ভাতা বাড়ালে হবে না। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হোক। ৩ শতাংশ ডিএ ছিল। সেটা হয়ত ৪ শতাংশ করা হতে পারে। দেখা যাক।”