WB Budget 2025: মমতার উন্নয়নমুখী বাজেটে নীতি আয়োগের ১৬

Budget 2025 রাজনীতি রাজ্য

বুধবার পশ্চিমবঙ্গের (West Bengal) ২০২৫-২০২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (WB Budget) পেশ হতে চলেছে। চলতি বছরে দেশের ১৮ টি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট কার্ড (Report Card) প্রকাশ করেছে নীতি আয়োগ। ২০২২-২০২৩ অর্থবছরের ভিত্তিতে প্রকাশিত ওই রিপোর্টে, অর্থনৈতিক অগ্রগতির (Economic Progress) ক্ষেত্রে বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশা শীর্ষে রয়েছে, তবে এ বঙ্গ ১৬ নম্বরে অবস্থান করছে অর্থাৎ অর্থনৈতিক অগ্রগতির (Economic Progress) দিক থেকে বাংলার স্থান তালিকার শেষের তৃতীয় স্থানে। বাংলার পরবর্তী অবস্থানে রয়েছে অন্ধ্র এবং পাঞ্জাব।

আগামী বিধানসভা নির্বাচনের (Assembly Elections) আগে রাজ্যের অর্থনৈতিক অবস্থার চ্যালেঞ্জ অনেক বড়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সামাজিক উন্নয়নে সরকারি অনুদান বাড়ানোর কারণে কোষাগারে চাপ তৈরী হলেও ভোটে তার সুফল মিলেছে। তাই, রাজ্য সরকারকে আগামী বাজেটে (WB Budget) বড় সরকারি অনুদান রাখতে হবে। এর পাশাপাশি স্বাস্থ্য, পরিকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বরাদ্দের প্রয়োজনীয়তা থাকবে। দীর্ঘমেয়াদি আর্থিক বৃদ্ধি লক্ষ্য করে স্থায়ী সম্পদ তৈরির জন্য রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে হবে, তার মধ্যে সুষমতা বজায় রাখতে হবে। কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল বকেয়া ও প্রকল্প বাস্তবায়নেও চাপ রয়েছে। রাজ্যের এক প্রশাসনিক সূত্রের দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা।

রাজ্যের নিজস্ব কর রাজস্ব: ২০২৪-২০২৫ অর্থবর্ষে রাজ্যের নিজস্ব কর রাজস্ব ১০.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২০২৪ সালের জন্য রাজ্যের নিজস্ব কর রাজস্ব সংগ্রহ ছিল ৯২ হাজার ৭৪২.১৭ কোটি টাকা। ২০১০-১১ সালে রাজ্যের নিজস্ব কর রাজস্ব সংগ্রহ ছিল ২১ হাজার ১২৮.৭৪ কোটি টাকা এবং ২০২২-২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৬০৮ .৫৬ কোটি টাকা। অর্থাৎ ২০১০-১১ থেকে ২০২২-২৩ সালের মধ্যে রাজ্যের নিজস্ব কর রাজস্ব প্রায় চার গুন বেড়েছে।

রাজ্যের কর বহির্ভুত রাজস্ব: ২০২৪-২৫ সালের বাজেট (WB Budget) অনুমান রাজ্যের কর বহির্ভুত রাজস্ব সংগ্রহে ৪৩.৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। ২০২৩-২৪ সালের সংশোধিত হিসাব অনুযায়ী, কর বহির্ভুত রাজস্ব সংগ্রহ ছিল ৩১৪.০৮ কোটি টাকা, আর ২০২৪-২৫ সালে এটি ৬ হাজার ৩১৭.৪৭ কোটি টাকা হবে। এ বছরের বাজেটের হিসাব অনুযায়ী রাজ্যের মোট ব্যয় (ঋণ পরিশোধ ছাড়া) ৩ লক্ষ ৩৬ হাজার ১১৬.০২ কোটি টাকা অনুমান করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১২.৩৮ শতাংশ বেশি।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/12/how-much-public-oriented-can-the-west-bengal-budget-2025-be/

রাজস্ব ঘাটতি: ২০২৪-২৫ এর রাজস্ব ঘাটতি রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের GSDP এর ৩.৬ শতাংশ (৬৮ হাজার ২৫০.১৬ কোটি টাকা) হবে। ২০২৩-২৪ সালের সংশোধিত অনুমান অনুযায়ী, রাজস্ব ঘাটতি ছিল ৫৯ হাজার ৩০৫.৯৯ কোটি টাকা এবং তা GSDP এর ৩.৫ শতাংশ ছিল। অর্থাৎ, গত বছরের তুলনায় রাজস্ব ঘাটতি ১৫.০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২২-২৩ সালের প্রকৃত ঘাটতির তুলনায় ১৮.৬৯ শতাংশ বেশি।

GSDP বৃদ্ধি: ২০২৪-২৫ সালে রাজ্যের মোট গ্রেস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (Domestic Product) ১৮ লক্ষ ৭৯ হাজার ৪৫৩ কোটি টাকা হতে পারে যা ২০২৩-২৪ সালের তুলনায় ১০.৫ শতাংশ বৃদ্ধি পাবে। গত ১৩ বছরে রাজ্যের GSDP প্রায় চার গুন বেড়েছে।