Derby: ৪ গোলের পাশাপাশি ৪ লাল কার্ড, ড্র ডার্বি ছড়াল উত্তাপ

ক্রীড়া ফুটবল

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: গোটা সময় জুড়ে উত্তপ্ত থাকল ডার্বি (Derby)। ঠিক যেমনটা এই বাংলায় দেখা যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথে। একই ছবি দেখা গেল ইংল্যান্ডের বুকেও। একদিকে যেমন ৪ গোল, পাশাপাশি ৪ লাল কার্ড। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে (EPL) স্মরণীয় হয়ে থাকল এভারটন বনাম লিভারপুল ডার্বি (Everton Vs Liverpool)।

আরও পড়ুন: Mohun Bagan: সবুজ-মেরুন রেলায় কুপোকাত মহামেডান

লিভারপুল-এভারটন দ্বৈরথকে বলা হয়, মার্সিসাইড ডার্বি (Derby)। কারণ ক্লাব দুটি ইংল্যান্ডের মার্সি নদীর ধারের দুটি দল। যদিও ইদানিংকালে লিভারপুলই প্রিমিয়ার লিগের এই ডার্বিতে (Derby) একাধিপত্য বিস্তার করে রেখেছিল। কিন্তু এদিন চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠে আটকে দিল এভারটন। গুডিসন পার্কে ২-২ ড্র হল ম্যাচ।

যদিও ফলাফল নয়, গোটা ম্যাচের ইউএসপি ৯০ মিনিট ধরে বজায় থাকা এক উত্তপ্ত পরিবেশ। প্রথমে ১১ মিনিট নাগাদ বেটোর দেওয়া গোলে ম্যাচে এগিয়ে যায় এভারটন। ১৬ মিনিটে সমতা ফেরান লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর মহম্মদ সালাহ্ ৭৩ মিনিটে এগিয়ে দেন লিভারপুলকে। শেষপর্যন্ত সংযুক্তি সময়ে এভারটনকে ফের সমতায় ফেরান জেমস টারকোস্কি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই গোলের পর এভারটনের ফুটবলাররা লিভারপুলের ডাগআউটের সামনে এসে আনন্দ-উল্লাস শুরু করেন। শোনা যাচ্ছে, এ থেকেই ঝামেলার সূত্রপাত। এদিনের ডার্বিতে (Derby) মোট ৪ জন লাল কার্ড দেখেছেন। এভারটনের আবদুলায়ে ডৌকুরে ছাড়াও এই তালিকায় রয়েছেন লিভারপুলের কোচ আর্নে স্লট আর তাঁর সহকারী সিপকে হুলশফ এবং ফুটবলার কার্টিস জোন্স।