Kolkata Municipal Corporation: ট্রাইবুনাল বন্ধ, ঝুলে ৩০ হাজার মামলা: সমস্যায় নাগরিকরা

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: পুরসভার অ্যাসেসমেন্ট ট্রাইবুনাল (Assessment Tribunal) বন্ধ থাকায় সমস্যায় ভুগছেন বহু নাগরিক। বর্তমানে অ্যাসেসমেন্ট ট্রাইবুনালের দুটি বেঞ্চই দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে—একটি গত তিন মাস ও অন্যটি দু’বছর ধরে বন্ধ। এই অবস্থার ফলে অন্তত ৩০ হাজার মামলা ঝুলে রয়েছে।

ট্রাইবুনালের প্রতি বেঞ্চে একজন অবসরপ্রাপ্ত বিচারক ও একজন টেকনিক্যাল সদস্য থাকেন। প্রথম বেঞ্চের টেকনিক্যাল সদস্য গত বছরের ডিসেম্বরে অবসর নেওয়ার পর নতুন নিয়োগ হয়নি। একইভাবে, দ্বিতীয় বেঞ্চের টেকনিক্যাল সদস্যের পদও গত দু’বছর ধরে ফাঁকা। ডিভিশন বেঞ্চের (Division Bench) নিয়ম অনুযায়ী, দু’জন উপস্থিত না থাকলে শুনানি সম্ভব নয়। তাই নাগরিকরা কর সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারছেন না। ধর্মতলার নিউ মার্কেটের হাডকো ভবনের (HIDCO Building) ৬ষ্ঠ তলায় রয়েছে এই অ্যাসেসমেন্ট ট্রাইবুনাল। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মূল্যায়ন ও সংগ্রহ বিভাগ নাগরিকদের থেকে সম্পত্তিকর (Property Tax) আদায় করে। সম্পত্তিকরের বিলে অসঙ্গতি থাকলে নাগরিকরা পুরসভার নির্দিষ্ট দফতরে আবেদন করতে পারেন। শুনানিতে অসন্তুষ্ট হলে অ্যাসেসমেন্ট ট্রাইবুনালে যাওয়ার সুযোগ রয়েছে। তবে, ২০১৭ সালে ‘ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট’ (Unit Area Assessment) চালু হওয়ার পর মামলা কমে গেলেও বেঞ্চ বন্ধ থাকায় বহু সমস্যা তৈরি হয়েছে।

এক বাসিন্দা অভিযোগ করেন, বর্ধিত কর থেকে মুক্তি পাওয়ার জন্য সাত মাস ধরে ট্রাইবুনালে মামলা করেছেন, কিন্তু শুনানি বন্ধ থাকায় সমাধান হয়নি। ভবানীপুরের এক বাসিন্দা জানান, ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টের কারণে করের অঙ্ক বেড়ে গেলেও পুরসভা জোর করে ফর্মে সই করিয়ে নিচ্ছে। কলকাতা মিউনিসিপ্যাল(Kolkata Municipal Corporation) ট্রাইবুনাল বার অ্যাসোসিয়েশনের (Kolkata Municipal Tribunal Bar Association) সাধারণ সম্পাদক জয়ন্ত মুখোপাধ্যায়ের অভিযোগ, টেকনিক্যাল সদস্য নিয়োগের জন্য বার বার অনুরোধ করেও কোনো সমাধান হয়নি। যদিও পুর কর্তৃপক্ষ শীঘ্রই পদ পূরণের আশ্বাস দিয়েছেন।