নিউজ পোল ব্যুরো: চা বাগানের (Darjeeling Tea Garden) জমি ৩০ শতাংশ বহুজাতিক সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত (Decision) অত্যন্ত বিতর্কিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু এক বছরের জন্য রয়েছেন, তাই চা বাগান (Darjeeling Tea Garden) নিয়ে কি সিদ্ধান্ত (decision) নিলেন সেটি বড় কথা নয়। চা বাগানের (Darjeeling Tea Garden) জমির মালিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) নন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন দার্জিলিংয়ের (Darjeeling) সাংসদ রাজু বিস্ত।
তিনি জানান, এক সময় চা বাগানের (Darjeeling Tea Garden) জমির মালিক ছিলেন ইংরেজরা, কিন্তু তারা চলে যাওয়ার পর ভারতীয় সরকারের অধীনে জমির লিজ নেওয়া হয়েছিল। তাই তিনি এসব জমি বাণিজ্যিক উদ্দেশ্যে অন্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত (decision) নিতে পারেন না।
তিনি আরও বলেন, চা বাগান শ্রমিকদের (Worker) জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুই করেনি। এবং এভাবে জমি বিক্রি করলে শ্রমিকদের (Worker) ক্ষতির সম্মুখীন হতে হবে। যদি ৩০ শতাংশ জমি বহুজাতিক সংস্থার হাতে চলে যায়, তবে এর ফলস্বরূপ শ্রমিকদের (Worker) জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে বড় ধরনের আন্দোলন হতে পারে এবং এর জন্য একমাত্র দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী।
এই বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনা (Political discussion) তীব্র হতে পারে এবং এটি দার্জিলিংয়ের চা (Darjeeling Tea Garden) শিল্পের ভবিষ্যতে (future) এক নতুন বিতর্কের (controversy) জন্ম দিতে পারি বলে মনে করা হচ্ছে।