Malda murder News: দুষ্কৃতীদের আক্রমণে আতঙ্কিত বুলবুলচন্ডী,পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে লুটপাট (robbery) চালানোর অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার (Malda murder news) হবিবপুর থানার বুলবুলচন্ডী তিন নম্বর কেন্দুয়া গ্রামে। অভিযোগ দুষ্কৃতীরা (criminal) এক বৃদ্ধা মহিলার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার গয়না ও নগদ টাকা লুট করেছে। আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজে (Malda medical College) চিকিৎসাধীন।

পরিবারে সূত্রে খবর, আন্নাবালার ছেলে আরপিএফে (CRPF) কর্মরত,বর্তমানে তিনি ত্রিপুরার (Tripura) মিশনে রয়েছেন। বাড়িতে অন্নাবালা তার পুত্রবধূ এবং দুই নাতির সঙ্গে থাকেন। এদিন দুষ্কৃতীরা প্রথমে অন্নাবালার শোয়ার ঘরে যান এবং বটি দিয়ে তার গলায় একাধিক আঘাত করে। এরপর দুষ্কৃতীরা আন্নাবালার পুত্রবধূর ঘরে ঢুকে সেখান থেকেও লুটপাট চালায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে তিন দিন ধরে কীর্তন চলছিল তাই তারা প্রথমে চিৎকার শুনতে পাননি। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পরই তারা ঘটনার কথা জানতে পারেন।ঘটনাস্থলে পুলিশ (police) আসেন এবং বটি উদ্ধার করেছেন ঘটনাস্থল থেকে।এই ঘটনার পর আতঙ্কিত বাসিন্দারা। পুলিশের (Police ) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, রাতে পুলিশি টহলদারি ঢিলেঢালা থাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বুলবুলচন্ডীতে।