US: অবৈধ অভিবাসীদের নিয়ে অবতরণ মার্কিন বিমানের!

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: অবৈধ অভিবাসীদের নিয়ে অবতরণ মার্কিন (US) বিমানের! এই নিয়ে অমৃতসরে (Amritsar)তৃতীয়বার ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে অবতরণ করল মার্কিন (US) বায়ুসেনার সি ১৭ বিমান (C-17 aircraft)। রবিবার (sunday)রাত ১০:৩ মিনিট নাগাদ বিমানটি অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। গত ১০ দিনে এটি ছিল তৃতীয়বার। এই ১১২ জনের মধ্যে হরিয়ানার (Haryana) ৪৪ জন,গুজরাটের (Gujarat)৩৩ জন এবং পাঞ্জাবের (Punjab)৩১ জন। এছাড়াও, উত্তরপ্রদেশের (uttarpradesh)২ জন এবং উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের (Uttaarakhand and Himachal Pradesh) ১ জন করে অভিবাসী ফিরেছেন।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/13/donald-trump-alerts-russia-and-putin/

বিমানবন্দরে নেমে অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করার পর তাদের আত্মীয়রা একে একে তাদের সঙ্গে দেখা করেন। অভিবাসীদের ঘরে ফেরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (authorities)তরফে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় দফায়, ৯০ ঘণ্টা দেরি করে শনিবার রাতে ১১:৩৫ মিনিটে মার্কিন সামরিক সি-১৭ বিমান ১১৬ জন ভারতীয় অভিবাসী নিয়ে অবতরণ করেছিল অমৃতসরে। দ্বিতীয় দফায় ফেরত অভিবাসীদের মধ্যে ৬৫ জন পাঞ্জাবের,৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের এবং বাকিরা অন্যান্য রাজ্যের বাসিন্দা ছিলেন।

এছাড়া প্রথম দফা থেকে দ্বিতীয় দফায় ফেরত পাঠানো অভিবাসীদের নিয়ে অভিযোগ উঠেছে যে তাদের শিকল (shackled)বেঁধে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পাঞ্জাবের হোসিয়ারপুর জেলার কুরালা কালান গ্রামের বাসিন্দা দলজিৎ সিং (Daljit Singh)অভিযোগ করেছেন, তাকে এবং অন্যদের পায়ে শেকল বেঁধে,হাতকড়া (handcuffs)পরিয়ে তাদের দেশে ফিরতে বাধ্য করা হয়েছে। এমনকি,শিখ যুবকদের মাথায় পাগড়ি পরতে দেওয়া হয়নি বলে অভিবাসীদের দাবি।

এ ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিয়েছে এবং আমেরিকার অভিবাসন নীতি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে।