Suvendu: বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস জারি শুভেন্দুর বিরুদ্ধে

কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ সোমবার বিধানসভায় অধিবেশনের সময় স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে সাসপেন্ড হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu) অধিকারী । এবার মঙ্গলবারে তাঁর মাথার উপর নামল অমঙ্গলের খাঁড়া। শুভেন্দুর (Suvendu) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন স্পিকার (West Bengal Legislative Assembly Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) দাবি করেছেন শুভেন্দু (Suvendu Adhikari) যেভাবে কথা বলেছেন তা সংবিধান বিরোধী। সাম্প্রদায়িক উস্কানির অভিযোগও আনা হয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ‘সাংবাদিক সম্মেলন থেকে যে ভাষায় বিরোধী দলনেতা কথা বলেছেন তা দুর্ভাগ্যজনক।’ বলেই উল্লেখ করেছেন স্পিকার। সাসপেন্ড হওয়ার পর বাইরে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সাসপেন্ড হওয়ার কারণ। বলেছিলেন,  ‘হিন্দুদের হয়ে বলতে গিয়ে সাসপেন্ড হলাম, মোল্লার সরকার চলছে।’ এই মন্তব্যের কারণেই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ দিয়েছেন স্পিকার। এই ঘটনার পরেই উত্তাল বিধানসভা চত্বর। বিধানসভার বাইরে মঙ্গলবার বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। সেই সঙ্গেই নোটিশ জারি নিয়ে পাল্টা শুভেন্দু বলেছেন, ‘এখনও অবধি চার বার সাসপেন্ড করেছে, ৫ বার নোটিস জারি করেছে। এটা ওদের নিত্যকর্ম।’ ওরা ভয় পেয়েছে। হিন্দু আস্থা, হিন্দু দেব-দেবীর সম্মান ও হিন্দুত্বের আওয়াজকে ভয় পেয়েছে। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।’

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/18/in-cbi-case-kalighater-kaku-sujay-krishna-bhadra-gets-interim-bail/

শুভেন্দু সোমবার বিধানসভার বাইরে বলেছিলেন,শুভেন্দু বলেন, “আমরা হিন্দু ও জনজাতিদের ভোটে জিতে বিধায়ক, সাংসদ হয়েছি। হিন্দুদের হয়ে বলার জন্য সাসপেন্ড করায় আমরা গর্বিত। সরস্বতী পুজোয় বাধাদানের বিরুদ্ধে বলতে যাওয়ায় আমাকে একমাসের জন্য বিধানসভার অধিবেশন থেকে বাইরে রাখা হচ্ছে। আমাকে ও আমাদের ৩ বিধায়ককে বাইরে রাখা হচ্ছে। আমরা খুশি।” রাজ্য সরকারকে নিশানা করে বলেছিলেন, আক্রমণ করে বলেন, “হিন্দুদের হয়ে বলার জন্য, বাগদেবীর হয়ে বলার জন্য আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। এই সরকার মুসলিম লীগ দুয়ের সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচারের আবেদন জানালাম।”