Fire in Kolkata: শহরে ফের ভয়াবহ আগুনে মৃত্যু, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ সোমবার রাতে কলকাতার (Kolkata) সল্টলেকের (Saltlake) ডিএ ব্লকের একটি বাড়িতে আগুন(fire) লাগে। বাড়ির দ্বিতীয় তলে আচমকা আগুন লাগে বলেই খবর। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর উত্তর থানার পুলিশ। আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তবে শহরে বারেবারে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা নিয়েই উঠছে প্রশ্ন।

সল্টলেকের ‘ডিএ’ ব্লকের আগুনের পুড়ে সেই বাড়ির কর্তা ৪৭ বছরের দেবর্ষি গাঙ্গুলি। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কিভাবে আগুন লাগে এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল অধিকারিকদের। আগুন লাগার পর দুজন বেরিয়ে আসলেও দেবর্ষি গাঙ্গুলি বেড়িয়ে আস্তে পারেন নি। যার জেরেই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মৃতদেহ বিধাননগর হাসপাতালে রাখা রিয়েছে। আজ মঙ্গলবার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বাড়িতে রয়েছেন স্ত্রী ও তাঁর সন্তান। কি থেকে আগুন লেগেছে সেটি এখনো পরিষ্কার হয়নি।

উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতার (Kolkata) নারকেলডাঙায় ঝুপড়িতে আগুন লেগেছিল। একের পর এক ছাউনি ঘর পুড়েখাক হয়েছিল। মৃত্যু হয়েছিল এক ব্যক্তিরও। তারপর শহরে ফের এই ধরনের ঘটনা ঘটল। সল্টলেকের ‘ডিএ’ ব্লকের আগুনে পুড়ে মৃত্যুর জন্য মৃতের আত্মীয়রা দমকলকে দায়ি করেছে। সঠিক সময়ে দমকল কর্মীরা আসেননি বলেই অভিযোগ উঠেছে। তবে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজিত বসু । মৃত ব্যক্তির আত্মীয়-পরিজন ও স্থানীয়দের অভিযোগ তিনি অস্বীকার করেন। জানান ‘ডিএ’ ব্লকের বদলে দমকলকে বলা হয়েছে ‘বিএ’ ব্লকে আসতে। জায়গা নিয়ে বিভ্রান্তির কারণে দেরি হয় যায় বলেই দাবি করেন তিনি।
.