নিউজ পোল ব্যুরো: এবার থেকে হাই কোর্টের (High Court)প্রধান বিচারপতি(High Court Chief Justice) আর শুনবেন না আরজি কর (RG Kar) কাণ্ডে প্রাক্তন সিপি বিনীতের (VineetGoyel) বিরুদ্ধে মামলা। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (T. S. Sivagnanam) এদিন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে অব্যাহতি নিলেন। আরজি কর (RG Kar) কাণ্ডে বিনীত গোয়েলের(vineet goyel) বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলাশুনানির জন্য বৃহস্পতিবারও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তখন বিচারপতি জানিয়ে দেন তিনি ওই মামলা আর শুনতে চান না। কারণ হিসেবে ব্যক্তিগত কারণের কথাই জানান।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/20/ivestment-plan-2025-where-you-should-invest/
প্রধান বিচারপতি নির্দেশ দেন ওই মামলা তাঁর এজলাসের শুনানির তালিকা থেকে মুছে দেওয়ার। অন্য বেঞ্চে এই মামলা পাঠানো হবে বলেই জানিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আরজি কর কাণ্ড নিয়ে যখন ঝড় উঠেছে সেই সময়ে, নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত। এই অভিযোগ তুলে আদালতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয় ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/61568474920385/posts/pfbid02Cnx8RB7fe4RWxNjFqeYb4XsoAXFGmCYuDYoDb3rH5vaWEdgPMCyEe2kP8Yu3BPskl/
বৃহস্পতিবার প্রাক্তন সিপি বিনীতের(Vineet Goyel) বিরুদ্ধে মামলা প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। সেই সময়েই প্রধান বিচারপতি এই মামলা ছেড়ে দেওয়ার কথা জানান। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আরজি করের ঘটনায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে তৎকালীন সিপি বিনীতের পদত্যাগের দাবি তোলেন। বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার পরেই বিনীত গোয়েলকে সরিয়ে পুলিশ কমিশনার করা হয় মনোজ বর্মাকে