Horoscope: শুক্রবারে ভাগ্যের তাস কার হাতে? দেখে নিন আজকের রাশিফল

রাশিফল

নিউজ পোল ব্যুরো: কেমন কাটবে আজকের দিনটি? কারা পাবেন ভাগ্যের (Fate) সাহায্য? জেনে নিন আজকের রাশিফলে (Horoscope)।

মেষ: মেষ (Aries) রাশির জাতকরা একে একে অনেক সুখবর (Good news) পাবেন। এবং সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করবেন। তাদের কাজের জন্য একটি পরিকল্পনা (Plan) তৈরির প্রয়োজন। কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে বোঝাপড়া (Understanding)করে কাজ সম্পন্ন করতে হবে। কিছু আইনি বিষয়ে সাফল্য (Success)আসবে, যা আপনাকে আনন্দিত করবে পাশাপাশি নতুন সম্পত্তি (property)লাভের সম্ভাবনা রয়েছে।

বৃষ: বৃষ (Taurus)রাশির জাতকদের জন্য দিনটি খুবই লাভজনক হতে চলেছে। কিছু চ্যালেঞ্জের (Challenge) সম্মুখীন হতে পারেন, তবে সাহসের সঙ্গে তা মোকাবিলা করবেন। আপনার কাজের জন্য ধৈর্য (Patience) ধরতে হবে। পরিবারের সদস্যদের (Family Members) মধ্যে কারও স্বাস্থ্য সমস্যা হতে পারে। লোকের সাথে সাবধানে কথা বলার প্রয়োজন আছে এবং কিছু পুরোনো লেনদেন (Transaction) পরিশোধ (Payment) হতে পারে।

মিথুন: মিথুন (Gemini) রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ (Important) হতে চলেছে। পারিবারিক জীবন (Family Life) সুখী হবে। তবে আপনার কাজটি স্থগিত রাখলে ভালো হবে। আইনি বিষয়ে অভিজ্ঞ কারো পরামর্শ নিতে হবে। আপনি যদি ভ্রমণে বের হন, তবে গাড়ি খারাপ হওয়ার কারণে অতিরিক্ত খরচ হতে পারে। কিছু অসমাপ্ত কাজ শেষ হবে এবং আপনার সন্তানের জন্য ভালো শিক্ষার (Education) সুযোগ আসতে পারে।

কর্কট: কর্কট (Cancer) রাশির জাতক-জাতিকারা তাদের কাজে একটু বেশি সতর্ক থাকতে হবে স্বাস্থ্যকে (Health) অগ্রাধিকার দিতে হবে। কোন মানসিক চাপ চলতে থাকলে তা কাটিয়ে উঠতে পারবেন। আপনার কাজ নতুন দিশা পাবে। পরিবারের সদস্যদের (Family) কর্মকান্ডে কিছু অস্বস্তি হতে পারে।

কন্যা : কন্যা (Virgo) রাশির জাতকরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। সন্তানদের ওপর কোন দায়িত্ব থাকলে তারা তা পালন করবে কাজের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তবে প্রযুক্তি বিষয়ক কাজ আপনার জন্য উপকারী হবে। অনলাইন কেনাকাটায় সতর্ক থাকতে হবে।