নিউজ পোল ব্যুরো: আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI (Federal Bureau of Investigation)-এর নতুন ডিরেক্টর হিসেবে শপথ নিলেন কাশ্যপ পটেল (Kash Patel)। মার্কিন সিনেট (Senate)-এ ভোটাভুটিতে ৫১-৪৯ ব্যবধানে তাঁর নিয়োগ অনুমোদিত হয়। এভাবে প্রথমবারের মতো কোনও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি FBI Director পদে আসীন হলেন। নতুন দায়িত্ব গ্রহণ করে কাশ পটেল স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, “যাঁরা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করছেন, তাঁরা সতর্ক থাকুন। বিশ্বের যে কোণেই আপনারা লুকিয়ে থাকুন না কেন, আমরা আপনাদের খুঁজে বের করবই।” এই মন্তব্য থেকেই স্পষ্ট, তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কঠোর অবস্থান নিতে চলেছেন।
কাশ তাঁর নিয়োগের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি (Pam Bondi)-কে ধন্যবাদ জানান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, FBI-এর প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য, যা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতির (Trump’s commitment) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাশ পটেল দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন। বিশেষত জাতীয় নিরাপত্তা (National Security), গোয়েন্দা কার্যক্রম (Intelligence Operations), এবং কৌশলগত বিশ্লেষণ (Strategic Analysis) সংক্রান্ত বিষয়ে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে, তাঁর নিয়োগ ঘিরে বিতর্কও কম হয়নি। ডেমোক্র্যাট (Democrat) শিবির অভিযোগ তুলেছে, তাঁর( Kash Patel) রাজনৈতিক সংযোগের কারণে এই পদে বসানো হয়েছে এবং এতে FBI-এর নিরপেক্ষতা (Impartiality of FBI) ক্ষুণ্ণ হতে পারে।

তবে কাশ পটেল স্পষ্ট করেছেন, FBI-এর পুনর্গঠন (Reformation of FBI) এবং সংস্থাটিকে এমনভাবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য, যাতে আমেরিকান জনগণ গর্ববোধ করতে পারে। তিনি জানান, “আমরা FBI-কে নতুনভাবে প্রতিষ্ঠা করব, যা জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করবে।” ৪৪ বছর বয়সী কাশ পটেল(Kash Patel) এর আগে দীর্ঘদিন আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির (Intelligence Agencies) সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ (Trump’s Close Associate) হিসেবেও পরিচিত এবং ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পের মনোনয়ন প্রক্রিয়া (Nomination Process) সংক্রান্ত কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কাশ পটেলের এই নিয়োগ মার্কিন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান প্রভাবের আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে FBI-এর কার্যক্রম (FBI Operations) কীভাবে পরিচালিত হয়, তা নিয়ে এখন বিশ্বজুড়ে নজর থাকবে।