Nopany High: নতুন শিক্ষার দিশা দেখাবে নোপ্যানিনোস! কলকাতার বুকে নতুন প্লে স্কুলের উদ্বোধন

কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: জাতীয় শিক্ষানীতি ২০২০ (NEP 2020) অনুযায়ী, ৩ বছর বয়সী শিশুদের জন্য প্লে স্কুল প্রোগ্রাম (Play School Program) রয়েছে। যেখানে বলা হচ্ছে ক্লাস ওয়ানের (Class 1) আগেই শিশুকে নিয়ে আসতে হবে প্রথাগত শিক্ষার (Formal Education) আওতায়। এবার শহর কলকাতার একটি অন্যতম নামী ইংরেজি মাধ্যম (English Medium) স্কুল নোপ্যানি হাই (Nopany High) শনিবার তাদের নতুন প্লে স্কুল (Play School) প্রোগ্রাম শুরু করল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে।

আরও পড়ুন: মেটাল ডিটেক্টর এবার উচ্চ-মাধ্যমিক পরীক্ষায়

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন নোপ্যানি হাইয়ের (Nopany High) অধ্যক্ষ (Principal) দিব্যেন্দু সেন শর্মা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান (Howrah Municipal Corporation Chairman) তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) সহ সভাপতি (Vice President) এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ (Paediatrician) ডক্টর সুজয় চক্রবর্তী, কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের (Kolkata Medical College & Hospital) মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist) ডক্টর গার্গী দাশগুপ্ত, অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি (Actress Mallika Banerjee) এবং বিশিষ্ট সমাজ সেবিকা (Social Worker) মিমি দাস।

নোপ্যানি হাইয়ের (Nopany High) এই নতুন প্লে স্কুলটির নামকরণ করা হয়েছে ‘নোপানিনোস’ (Nopaninos), যা স্প্যানিশ (Spanish) ভাষার শব্দ ‘নিনোস’ থেকে এসেছে।যার অর্থ শিশু (Children)।শিশুদের উন্নত শিক্ষা প্রদান করার লক্ষ্য নিয়ে এর সঙ্গে যোগ হয়েছে এক বিশেষ লার্নিং অ্যাপ টুনডেমি (Toondemy), যা শিশুদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ প্রদান করে। টুনডেমির পক্ষ থেকে রাজু বাবু সিনহা এবং দেবযানি উপস্থিত ছিলেন শনিবারের অনুষ্ঠানে।

নোপানিনোসের (Nopaninos) মূল লক্ষ্য হলো আনন্দমুখী শিক্ষা এবং শিশুদের সার্বিক বিকাশ। অভিভাবকরা এবং শিশুদের উপস্থিতি অনুষ্ঠানে এক ভিন্ন ধরনের উচ্ছ্বাস এবং উৎসাহ তৈরি হয়েছিল,যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনকে আরো উজ্জ্বল করবে। স্কুলের (Nopany High) অধ্যক্ষ দিব্যেন্দু সেন শর্মা জানান এই প্রোগ্রামের জন্য আলাদা করে কোন ফি (Fee) দিতে হবেনা ছাত্র-ছাত্রীদের। ফলে যা অর্থনৈতিক দিক থেকেও কোন অসুবিধা সৃষ্টি করবে না অভিভাবকদের মধ্যে।

এদিন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের দিনে এই স্মার্ট স্টাডি (Smart Study) শিশুদের জন্য ভীষন প্রয়োজনীয়। অনেক নতুন কিছু জানতে পারলাম এই অনুষ্ঠানে। এই স্মার্ট টেকনোলজি (Smart Technology) বাচ্চাদের জন্য খুব দারুন পদক্ষেপ। খারাপ ভালো সব মিলিয়েই যুগের সাথে চলতে হবে। খারাপ দিকটা আমাদের কমিয়ে আনতে হবে। আনন্দ সহকারে বাচ্চাদের পড়াশোনা শেখাতে হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ডক্টর সুজয় চক্রবর্তী বলেন, নোপ্যানির (Nopany High) এই ভাবনা খুবই ভালো লেগেছে। তবে এই ডিজিটাল (Digital) দুনিয়ার যুগে মানুষের মধ্যে সামাজিকতা হারিয়ে যাচ্ছে। বাবা-মা দের একটাই অনুরোধ বাচ্চাদের গাইড করতে হবে এবং কন্ট্রোলে রাখতে হবে। সবার সঙ্গে মিশতে দিতে হবে। আমি আশা রাখবো মানুষ এখানে তাদের বাচ্চাদের নিয়ে আসবেন। বাচ্চাদের বেড়ে ওঠার এটি একটি সঠিক জায়গা।

বিশিষ্ট সমাজ সেবিকা মিমি দাসের কথায় উঠে এল অন্য প্রসঙ্গ। তিনি বলেন, একটি স্কুলে সমাজের বিভিন্ন স্তর থেকে ছেলে-মেয়েরা আসে। সকলের আর্থ-সামাজিক পরিস্থিতি সমান নয়। তাই অভিভাবকেরা যেন এই দিক থেকে কোন স্কুলকে বিচার না করেন। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই সমাজের পিছিয়ে পড়া, স্কুলছুট বাচ্চাদের নিয়ে কাজ করছেন তিনি।