Shampoo Terminology in Bengali : শ্যাম্পুর বাংলা জানেন কি ? জেনে নিন

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: আমরা প্রতিদিন চুলের যত্ন নিতে শ্যাম্পু ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, শ্যাম্পুর বাংলা নাম কী(Shampoo Terminology in Bengali)? শুনতে অবাক লাগলেও চাকরির প্রস্তুতির সময় এমন আজব প্রশ্ন আসতে পারে। তো, চলুন মজার ছলে এই “শ্যাম্পু রহস্য”(Shampoo Story) উদঘাটন করা যাক। শ্যাম্পু বলতে আমরা মূলত একধরনের তরল বা অর্ধ-তরল পদার্থ বুঝি, যা চুল পরিষ্কার করতে ব্যবহৃত হয়। এতে থাকে এমন সব উপাদান, যা চুলের ময়লা, তেল, খুশকি(Dandruff) আর দূষিত পদার্থ দূর করে। ভাবুন তো, চুল যদি নিজে নিজে পরিষ্কার করতে পারত, তাহলে আমাদের জীবন কত সহজ হত! কিন্তু, শ্যাম্পু ছাড়া চুলের যত্ন অসম্ভব(Shampoo Terminology in Bengali)।

শ্যাম্পু ব্যবহারের(Shampoo Terminology in Bengali) পর চুল একটু রুক্ষ মনে হয়, তাই আমরা প্রায়ই কন্ডিশনার(Conditioner) ব্যবহার করি। এটি চুল আচড়ানো সহজ করে এবং স্টাইলিং করার সময় চুলকে নরম আর নমনীয় রাখতে সাহায্য করে। কন্ডিশনার ছাড়া চুল যেন উল্টো দিকে পালাতে চায়!এবার আসল মজার বিষয়টিতে আসা যাক—শ্যাম্পুর বাংলা নাম কী(Shampoo Terminology in Bengali)? শ্যাম্পুকে প্রচলিত বাংলায় “কেশ পরিমার্জক” বলা হয়। হ্যাঁ, এত সুন্দর নাম শুনেও হয়ত হাসি আসছে! কেউ কেউ আবার একে “মাথা ধোয়ার ডিটার্জেন্ট” বলেও ডাকেন। তবে বাস্তব সত্যি হচ্ছে, আমরা সবাই একে শ্যাম্পুই বলে ডাকি।

আজকাল শ্যাম্পুর বাজার এতটাই বিস্তৃত যে এর বিজ্ঞাপন ছাড়া টিভি চালানো কঠিন। আমরা নানান ব্র্যান্ড, নানান বৈচিত্র্যের শ্যাম্পু নিয়ে এতটাই অভ্যস্ত যে শ্যাম্পুর বাংলা নাম(Shampoo Terminology in Bengali) জানার প্রয়োজনীয়তা অনুভব করি না। তবে সাধারণ জ্ঞানের প্রশ্নে যদি শ্যাম্পু নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন যেন কেশ পরিমার্জক লিখতে ভুল না হয়! তাহলে পরেরবার যখন শ্যাম্পু হাতে নেবেন(Shampoo Terminology in Bengali), তখন তার বাংলা নাম মনে করে একটু মজা করুন। আর হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতিতে মজার ছলে এই প্রশ্নটি মনে রাখুন(Shampoo Terminology in Bengali)। চুল পরিষ্কার রাখুন, মনও পরিষ্কার থাকবে!