CPIM: ধুলো জমা ন্যানো, স্মৃতির শহরে সিপিএমের সম্মেলন!

কলকাতা রাজনীতি শহর

নিউজ পোল ব্যুরো: ডানকুনি কোল কমপ্লেক্সে সিপিএমের (CPIM) রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সিপিএমের (CPM) রাজ্য সম্মেলনের কয়েক মিটার দূরেই রয়েছে ডানকুনি থানা। থানার পাশে সারি দিয়ে রাখা বাজেয়াপ্ত গাড়িগুলির মধ্যে একটি সবুজ রঙের টাটা ন্যানো (Tata Nano) পড়ে আছে ধুলো জমে। এই ন্যানো যেন এক নিঃশব্দ স্মারক—২০০৬ সালে এই গাড়ির কারখানা গড়ে তোলাকে কেন্দ্র করে সিপিএম (CPIM) সরকারের বিরুদ্ধে সিঙ্গুর (Singur) আন্দোলনের সূত্রপাত, যা শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/18UggSC7HV/

সিপিএমের বর্তমান সম্মেলন স্থলের নাম রাখা হয়েছে ‘বুদ্ধদেব ভট্টাচার্য নগর’ (Buddhadeb Bhattacharya Nagar)। সেখানেই পড়ে থাকা ন্যানো যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে অতীতের শক্তিশালী সিপিএমের। একসময় রাজ্য সম্মেলন মানেই ছিল লালবাতি লাগানো গাড়ির (VIP Cars) সারি, কিন্তু এখন চিত্র একেবারে আলাদা। এবার শুধুমাত্র একটি নীলবাতি লাগানো স্করপিও (Scorpio) দেখা গেল, যা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের (Manik Sarkar) জন্য বরাদ্দ।

বর্তমানে সিপিএমের বিধানসভা এবং লোকসভায় (Lok Sabha, Vidhan Sabha) একটিও আসন নেই, রাজ্যসভায় (Rajya Sabha) বাংলা থেকে একমাত্র প্রতিনিধি বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। একসময়ে যেখানে সিপিএমের সম্মেলনে(CPM State Conference) রাজনৈতিক ভিআইপিদের (VIPs) আনাগোনা ছিল, এখন সেখানে পরিস্থিতি বদলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই সম্মেলনে বিমান বসু (Biman Bose), মানিক সরকার, প্রকাশ কারাট (Prakash Karat) ও বৃন্দা কারাট (Brinda Karat) বিশেষ নিরাপত্তা পাচ্ছেন। যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ‘হাফ ভিআইপি’ (Half VIP) হিসেবে চিহ্নিত হয়েছেন।

আরও পড়ুন: Gout Pain: বাতের ব্যথায় ভয়ঙ্কর উপসর্গ, জানুন বিস্তারিত

সম্মেলন চলাকালীন দুবাইয়ে (Dubai) চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ চলার উত্তেজনাও ছিল ডানকুনির বাতাসে। স্বেচ্ছাসেবকদের অনেককে মোবাইলে খেলা দেখতে দেখা গেছে, এমনকি সম্মেলন কক্ষে প্রতিনিধিরাও মাঝে মাঝে স্কোর (Live Score) দেখে নিচ্ছিলেন।

এই সম্মেলনে(CPM State Conference) আরও এক ‘চেয়ারম্যান’কে নিয়ে আলোচনা হয়, তাহেরপুর (Taherpur) পুরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস (Uttamananda Das)। নদিয়া (Nadia) জেলার একমাত্র বাম-শাসিত পুরসভা তাহেরপুরের প্রতিনিধি হয়ে তিনি এসেছেন। তার গাড়িতে লেখা ছিল ‘চেয়ারম্যান’, যা প্রথমে অনেকেরই কৌতূহল বাড়িয়েছিল। সিপিএমের এই সম্মেলন অতীতের তুলনায় অনেকটাই বদলে গেছে ছবি। একসময়ের দাপট এখন স্মৃতিমাত্র, কিন্তু বামেরা আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে।