Hardik Pandya: নাদালের হাতঘড়ি পড়ে বাবরকে আউট হার্দিকের

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) হাইভোল্টেজ ভারত-পাক (INDvsPAK) ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছেন রোহিতরা (Rohit Sharma)। রোহিতের ওপেনার (Opener) হিসেবে ওয়ানডেতে (ODI) ৯০০০ রান (9000 Runs), বিরাটের (Virat Kohli) ১৪০০০ রান (14000 Runs), কুলদীপের (Kuldeep Yadav) ৩০০ টি আন্তর্জাতিক উইকেটের (300 International Wickets) পাশাপাশি হার্দিক পান্ড্য‌ও (Hardik Pandya) ২ টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের ক্লাবে (200 International Wickets) প্রবেশ করেছেন। বাবর আজমকে (Babar Azam) আউট করে তাঁর ‘বাই-বাই’ সেলিব্রেশন(Bye Bye Celebration) এখন দেশের ক্রিকেট ভক্তদের মুখে মুখে। কিন্তু এসবকিছুকেও ছাপিয়ে গেছে তাঁর হাতের ঘড়ি (Wrist Watch)।

আরও পড়ুন: Virat Kohli: সত্যি‌ই তিনি ‘বিরাট’

নিজের সাজগোজ-স্টাইল (Style Segment) সম্পর্কে বরাবরই শৌখিন হার্দিক (Hardik Pandya)। নিজেকে বরাবরই ট্রেন্ডে (Trend) রাখতে পছন্দ করেন ভারতীয় অলরাউন্ডার (Indian All-rounder)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তাঁর কব্জিতে শোভা পাচ্ছিল যে ঘড়িটি তার মূল্য ৮ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি ৯২ লক্ষ টাকার সমান। সুইস বিলাসি সংস্থা রিচার্ড মিলের (Richard Mille) তৈরি এই ঘড়িটির নাম ‘আর-এম ২৭-০২।‘ (RM-27-02) কিন্তু সারা বিশ্বে এটি পরিচিত রাফায়েল নাদালের (Rafael Nadal) ঘড়ি হিসেবে। কারণ সংস্থাটি বিশেষভাবে এই ঘড়িটি তৈরি করেছিল টেনিস (Tennis) তারকা রাফায়েল নাদালের জন্য।

ঘড়ির প্রতি হার্দিকের (Hardik Pandya) দুর্বলতা সকলের‌ই জানা। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের দুষ্প্রাপ্য বিলাসবহুল সব ঘড়ি রয়েছে তাঁর সংগ্রহে। রবিবার তিনি যে ঘড়িটি পড়েছিলেন তার ব্যান্ডটির রঙ গাঢ় কমলা। ডায়াল ধূসর রঙের। যার ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে গ্রেড ৫ টাইটেনিয়ামে তৈরি যন্ত্রপাতি। ঘড়িটি বিখ্যাত এটির কার্বন টিপিটি বেসপ্লেট এবং ৭০ ঘন্টা ব্যাটারি লাইফের জন্য। ঘড়িটির ডায়ালের ওপর যে আচ্ছাদন রয়েছে তা আসলে কাঁচের নয়। এটি আদতে পোখরাজের স্ফটিক। যার ফলে আঘাত লাগলে সহজে ভাঙবেনা তো বটেই এমনকি আঁচড় পর্যন্ত লাগবেনা এই বিশেষ ঘড়িটিতে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই ঘড়িটি একেবারেই সাধারণ কোন ঘড়ি যে নয় তা বলার অপেক্ষা রাখে না। শাহরুখ খান (SRK) থেকে অনন্ত আম্বানি (Anant Ambani)রিচার্ড মিলের ঘড়ি ব্যবহার করেন। এছাড়াও হার্দিকের কাছে যে ঘড়িটি রয়েছে তার একটি বিশেষ নাম রয়েছে — ‘স্কেলিটন।‘ (Skeleton) সম্ভবত স্বচ্ছ ডায়ালের মধ্যে দিয়ে ঘড়িটির ভেতরের যন্ত্রপাতি সমস্ত কিছু দেখা যায় বলেই এমন নাম। রাফায়েল নাদালের জন্য তৈরি বিশেষ এই ঘড়িটি মাত্র ৫০ টিই বানিয়েছে রিচার্ড মিল। যার মধ্যে একটি রয়েছে হার্দিকের সংগ্রহে। তাই বাবরকে ফেরত পাঠানোর ‘বাই-বাই’ সেলিব্রেশনের থেকেও এখন বেশি চর্চায় হার্দিকের ৭ কোটির হাতঘড়ি (7 Cr Wrist Watch)।