Opium Cultivation: অবৈধ আফিম চাষ রুখতে তৎপর পুলিশ, গোপন অভিযান মেখলিগঞ্জে

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: অবৈধ আফিম চাষ করার অভিযোগ কোচবিহারের মেখলিগঞ্জে। সোমবার মেখলিগঞ্জেহাইলিপুকুড়ি গ্রাম পঞ্চায়েতের জলশুয়া এলাকায় এই অবৈধ আফিম চাষের (Opium Cultivation) বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ Buniadpur-Kalyaganj Rail Link: কাটল জট, সুকান্তর উদ্যোগে পুনরুজ্জীবিত রেল প্রকল্প

অভিযোগ, হাইলিপুকুড়ি গ্রাম পঞ্চায়েতের জলশুয়া এলাকায় জনৈক স্থায়ী বাসিন্দা হীরেন্দ্রনাথ বর্মনের প্রায় এক বিঘা জমি জুড়ে আফিমের চাষ (Opium Cultivation) হয়। উল্লেখ্য, অবৈধ আফিম চাষ এবং গাঁজা চাষ রুখতে তৎপর জেলা পুলিশ বিভিন্ন জায়গাতেই হানা দিতে শুরু করেছে। ইতিপূর্বে মাথাভাঙ্গা, ঘোসাডাঙ্গাসহ বেশ কয়েকটি এলাকায় অবৈধ চাষাবাদের বিরুদ্ধে অভিযান চালায় জেলা পুলিশ।

তবে অনেক জায়গাতেই যাতায়াতের সমস্যা। সেখানে পুলিশ বাহিনীর পক্ষে সশরীরে যাওয়া সম্ভব নয়। ফলে সেসব জায়গায় ড্রোন নিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার এ প্রসঙ্গে জানান, “আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বেআইনি কাজের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে এলাকায় যে অবৈধ আফিম চাষ হয়, তা জানেই না এলাকাবাসী। ফলে অনেকেই খবরটা প্রথমবার পেয়ে রীতিমত স্তম্ভিত। জনৈক এলাকাবাসী এ প্রসঙ্গে বলেন, “আমি কিছুই জানতাম না। হঠাৎ শুনলাম, এখানে কী নাকি চাষ হচ্ছে! তাই দেখতে এসেছি।”