Anupam Kher: অনুপম খের কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? অনুরাগীর প্রশ্নে অভিনেতার স্পষ্ট জবাব

বিনোদন রাজনীতি

বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher) বরাবরই বিভিন্ন রাজনৈতিক (Political) ও সামাজিক (Social Issues) বিষয়ে স্পষ্ট মতামত রাখতে ভালোবাসেন। বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তিনি বহুবার বুঝিয়ে দিয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টি (BJP)-র ঘনিষ্ঠ। তাঁর অভিনীত একাধিক ছবি যেমন দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files), দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার (The Accidental Prime Minister) এবং ইন্দু সরকার (Indu Sarkar), রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। তবে এতবার রাজনীতির (Politics) সঙ্গে যুক্ত থাকার পরও, অনুপম কি সরাসরি রাজনীতিতে যোগ দেবেন?

সম্প্রতি সমাজমাধ্যমে (Social Media) এক অনুরাগী অনুপম খেরকে সরাসরি প্রশ্ন করেন, তিনি কেন পাকাপাকি ভাবে রাজনীতিতে যোগ দিচ্ছেন না? অনুরাগীর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সরকারের জন্য অনুপম একটি ‘সম্পদ’ (Asset) এবং তাঁকে সংস্কৃতি মন্ত্রকের (Ministry of Culture) অংশ হওয়া উচিত। অনুরাগী আরও লেখেন, “আমি নিশ্চিত, আপনি ভাল কাজ করবেন।” এই প্রশ্নের জবাবে অনুপম খের সরাসরি লিখেছেন, “আমাকে পরামর্শ ও উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আমি বিশ্বাস করি, দেশের সম্পদ (National Asset) হয়ে ওঠার জন্য সক্রিয় রাজনীতিতে (Active Politics) যোগ দেওয়ার প্রয়োজন পড়ে না। শুধু একজন অসাধারণ নাগরিক (Responsible Citizen) হয়ে ওঠা জরুরি। জয় হিন্দ।” তবে অনুপমের শুধু সমর্থকই নেই, নিন্দুকও রয়েছে। তাঁর টাক (Baldness) নিয়ে এক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, “হ্যালো, অনুপমকাকু। জীবনে টাককে কীভাবে মেনে নেওয়া যায়?” এই প্রশ্নের উত্তরে অনুপম খের রসিকতা করে বলেন, “টাককে মেনে নিতে হবে না। তার চেয়ে বরং নিজের মাথা কামিয়ে নাও। মুণ্ডিত মস্তকদের (Bald Community) গোষ্ঠীর মধ্যে তুমি এক বিশেষ সদস্য হয়ে উঠত পারবে। জয় হো।”

অভিনয়ের ক্ষেত্রে, অনুপম খেরকে শেষ দেখা গিয়েছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) আসন্ন রাজনৈতিক ছবি ইমার্জেন্সি (Emergency)-তে। এর আগে তিনি দ্য কাশ্মীর ফাইলস, দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার, এবং ইন্দু সরকার-এর মতো রাজনৈতিক সিনেমায় (Political Films) গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর এই কাজ বারবার তাঁকে রাজনীতির সঙ্গে যুক্ত করেছে, তবে তিনি এখনো সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। অনুপম খেরের সাম্প্রতিক মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে তিনি এখনই রাজনীতিতে প্রবেশের পরিকল্পনা করছেন না। বরং তিনি মনে করেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভালো কাজ করলেই দেশের সম্পদ হয়ে ওঠা সম্ভব। তবে ভবিষ্যতে তিনি কোনও রাজনৈতিক পদক্ষেপ নেবেন কি না, তা সময়ই বলবে।