BJP: দল থেকে পদত্যাগের ঘোষণা বিজেপি নেত্রীর, আনলেন বড় অভিযোগ

দেশ

নিউজ পোল ব্যুরো: বিজেপি (BJP) ছাড়লেন রাজ্যের শিল্প ও সাংস্কৃতিক শাখার রাজ্য সম্পাদক রঞ্জনা নাচিয়া। তামিলনাড়ুতে ত্রিভাষা নীতি নিয়ে বিতর্ক তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গেই দল থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন বিজেপি নেত্রী। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, তিনি বিজেপিকে রাজনৈতিক স্বার্থে জাতীয়তাবাদ এবং ধর্মকে ব্যবহার করার অভিযোগ করেছেন।

তামিলনাড়ুতে (Tamilnadu) ত্রিভাষা নীতি নিয়ে বিতর্ক তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির তামিলনাড়ু শিল্প ও সাংস্কৃতিক শাখার রাজ্য সম্পাদক রঞ্জনা নাচিয়ার দল থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, বিজেপি তামিল পরিচয়কে সম্মান করতে ব্যর্থ হয়েছে। বলা ভালো বিজেপি নেত্রী এমন সময়ে দল ছেড়েছেন যখন, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের ত্রিভাষার তীব্র বিরোধিতা করেছেন। ডিএমকে সাফ জানিয়েছে যে, তামিলনাড়ু তার তামিল এবং ইংরেজি দ্বিভাষা নীতিতে অটল থাকবে, হিন্দি চাপিয়ে দেওয়ার যে কোনও প্রচেষ্টা প্রত্যাখ্যান করবে। অন্যদিকে রাজ্যের বিজেপি নেতারা জাতীয় শিক্ষা নীতি নিয়ে সমাবেশ করছেন, যুক্তি দিচ্ছেন যে হিন্দি শেখা আরও ভাল সুযোগ প্রদান করবে। সেই আবহেই দল ছাড়া প্রসঙ্গে বিজেপি নেত্রী বলেছেন, “গত আট বছর ধরে, আমি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিভিন্ন ভূমিকায় সক্রিয়ভাবে জড়িত। তোমাদের প্রিয় রঞ্জনা নাচিয়ার এখন বিদায় জানাচ্ছে।” তিনি এক্স-এ বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/25/a-chopped-body-of-a-woman-found-in-kolkata/

বিজেপি(BJP) নেত্রী আর বলেছেন, “মানুষ যখন বিজেপির কথা ভাবে, তখন তারা প্রায়শই এটিকে একটি জাতীয়তাবাদী দল, জাতির স্বার্থ সমুন্নত রাখে এমন একটি দল, অথবা ধর্ম রক্ষাকারী দল বলে মনে করে। কিন্তু যখন আমি দেখি যে কীভাবে জাতীয় পরিচয় এবং ধর্মীয় অনুভূতি রাজনৈতিক স্বার্থের জন্য কাজে লাগানো হচ্ছে, তখন আমার মনে হয় আমি আর এর সঙ্গে নিজেকে একীভূত করতে পারছি না।” এদিন তামিল পরিচয়ের উপরও দৃঢ় অবস্থান নিয়ে বলেন, “তামিল ভাষার মর্যাদা, তামিল সংস্কৃতির সমৃদ্ধি এবং তামিল গর্বের কারণে যে সম্মান পাওয়া যায় তার সাথে আপস করা যাবে না। যারা এটি স্বীকার করে না তাদের সাথে আমি আর নিজেকে একীভূত করতে পারি না।”তাঁর কথায়, “রাজনৈতিক ব্যবস্থার পুরুষতান্ত্রিক প্রকৃতির কারণে রাজনীতিতে নারীরা উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেখানে প্রায়শই পুরুষরা সিদ্ধান্ত নেয়, পুরুষদের জন্য।” বলা বাহুল্য যে, রঞ্জনা নাচিয়ার প্রস্থান বিজেপির তামিলনাড়ু ইউনিটের জন্য বড় ধাক্কা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/