Champions Trophy 2025: রাওয়ালপিন্ডির বৃষ্টি জমিয়ে দিল গ্রুপ ‘বি’

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: পূর্বাভাস মতো বৃষ্টিতে ভেস্তে যাওয়ার মুখে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025) -এর গ্রুপ বি’র (Group B) গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া (South Africa vs Australia) ম্যাচ। এখনও পর্যন্ত টস (Toss) হয়নি রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) বৃষ্টির (Rain) কারণে। যদি শেষমেশ আজ খেলা না হয়, তাহলে আইসিসির (ICC) নিয়ম অনুসারে উভয় দলই এক পয়েন্ট (One Point) করে পাবে।

আরও পড়ুন: Pakistan Cricket: “ধোনির মস্তিষ্ক‌ও জেতাতে পারতো না এই পাকিস্তানকে, বিস্ফোরক প্রাক্তন পাক অধিনায়ক

সেক্ষেত্রে একটি করে ম্যাচ জেতায় দক্ষিণ আফ্রিকা (South Africa) এবং অস্ট্রেলিয়া (Australia)দুই দলেরই ৩ পয়েন্ট (3 Points) হবে। কিন্তু উভয় দলের পয়েন্ট সমান হলেও দক্ষিণ আফ্রিকার নেট রানরেট (NRR +২.১৪০) অস্ট্রেলিয়ার নেট রানরেটের (NRR +০.৪৭৫) তুলনায় বেশি হ‌ওয়ায় গ্রুপ বি’র শীর্ষে থাকবেন বাভুমারা (Temba Bavuma)। দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগে তাদের শেষ খেলবে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে। সেই খেলায় যদি তারা জয়লাভ করে তাহলে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল (Champions Trophy 2025 Semifinal) প্রায় নিশ্চিত করে ফেলবে প্রোটিয়ারা (Proteas)। অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে। তারা যদি জিতে যায় তাহলে তারাও ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে।

গ্রুপ বি -এর বাকি দুই দল ইংল্যান্ড এবং আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ হেরেছে। ফলে কোন পয়েন্ট নেই দুই দলেরই। যদি তারা তাদের বাকি ম্যাচগুলি জেতে তাহলে তাদের সামনে সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে। যদিও তার সম্ভাবনা খুবই কম। কারণ সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে তাদের বাকি ম্যাচ হারতে হবে।

ইংল্যান্ডের আর দুটি ম্যাচ বাকি আছে। যদি তারা আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ম্যাচেই জিততে পারে তাহলে তাদের ৪ পয়েন্ট হবে এবং তেমনটা হলে দক্ষিণ আফ্রিকা ছিটকে যাবে সেমিফাইনালের দৌড় থেকে। এক‌ইভাবে আফগানিস্তানের‌ও দুটি ম্যাচ বাকি আছে। যদি তারা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারে তাহলে তাদেরও ৪ পয়েন্ট হবে এবং অস্ট্রেলিয়া বাদ চলে যাবে প্রতিযোগিতা (Champions Trophy 2025) থেকে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ফলে রাওয়ালপিন্ডিতে আজকের বৃষ্টি (Rawalpindi Rain) গ্রুপ বি -এর বাকি ম্যাচগুলিকে গুরুত্বপূর্ণ করে তুলবে। যদি ইংল্যান্ড বা আফগানিস্তানের মধ্যে কেউ তাদের বাকি দুটি ম্যাচ জিততে পারে, তাহলে আজকের বাভুমা বা স্মিথদের (Steve Smith) মধ্যে কোন একটি দলকে গ্রুপ লিগ (Champions Trophy 2025) থেকেই বিদায় নিতে হবে। অন্যদিকে গ্রুপ এ -তে ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারত (India) এবং নিউজিল্যান্ড (New Zealand)। যারা রবিবার নিজেদের মধ্যে ম্যাচ খেলবে প্রথম এবং দ্বিতীয় স্থান নির্ধারণের জন্য।