Sealdah Vande Bharat Express: শিয়ালদহ থেকে ছুটতে চলেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস, চিৎপুরে তৈরি হচ্ছে আধুনিক শেড

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: ভারতীয় রেলে (Indian Railways) এক নতুন দিগন্তের সূচনা করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই সেমি-হাইস্পিড (Semi High-Speed) ট্রেন ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে যাত্রীদের মধ্যে। এবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের জন্য চিৎপুর রেল ইয়ার্ডে (Chitpur Rail Yard) নতুন শেড (Maintenance Shed) তৈরির পরিকল্পনা করছে ভারতীয় রেল। রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শেড নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে রেল বোর্ডের (Railway Board) কাছে। অনুমোদন মিললেই কাজ শুরু হয়ে যাবে। পূর্ব রেলওয়ে (Eastern Railway) সূত্রে খবর, এই শেড তৈরির জন্য ২৫০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে হাওড়া স্টেশন (Howrah Station) থেকে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। এবার শিয়ালদহ স্টেশন (Sealdah Station) থেকেও বন্দে ভারতের যাত্রা(Sealdah Vande Bharat Express) শুরুর পরিকল্পনা রয়েছে রেলের। কিন্তু কেন আলাদা শেড নির্মাণের প্রয়োজন? রেল সূত্র জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসে এমন কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে যা সাধারণ ট্রেনের তুলনায় ভিন্ন। তাই এই ট্রেনের রক্ষণাবেক্ষণের (Maintenance) জন্য বিশেষ পরিকাঠামোর (Infrastructure) প্রয়োজন। হাওড়া স্টেশনের মতোই শিয়ালদহর জন্যও বন্দে ভারত এক্সপ্রেসের(Sealdah Vande Bharat Express) শেড তৈরি করা হবে। এই শেড চিৎপুর রেল ইয়ার্ডেই নির্মিত হবে।শুধু তাই নয়, বন্দে ভারত এক্সপ্রেসের জন্য শিয়ালদহ স্টেশনে দুটি নতুন লাইন (Railway Tracks) নির্মাণ করা হচ্ছে। এই লাইনগুলোতেও ট্রেনের রক্ষণাবেক্ষণের কাজ হবে। সব মিলিয়ে, চিৎপুর ইয়ার্ড ও শিয়ালদহ স্টেশনকে কেন্দ্র করে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করছে ভারতীয় রেল।

নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা কবে শুরু হবে, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি রেল। তবে রেল সূত্রের খবর, খুব শীঘ্রই শিয়ালদা থেকে নতুন রুটে (New Route) এই আধুনিক ট্রেন ছুটবে। বন্দে ভারতের এই সম্প্রসারণ পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য এক বড় সুখবর। ভারতীয় রেলের(Indian Railways) এই উদ্যোগের ফলে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা আরও বিস্তৃত হবে এবং যাত্রীদের যাত্রা হবে আরও দ্রুত ও আরামদায়ক। এবার শুধু অপেক্ষার পালা, কবে শিয়ালদহ থেকে ছুটবে নতুন বন্দে ভারত(Sealdah Vande Bharat Express) এক্সপ্রেস!