Wasim Akram: পাকিস্তানি ক্রিকেটারদের এখনও চুষিকাঠির প্রয়োজন! ক্ষোভ উগরে দিলেন আক্রম

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) প্রাথমিক গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। সে সময় বাবর-রিজওয়ানদের পারফরম্যান্স দেখে হতাশা চেপে রাখতে পারেননি কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম (Wasim Akram)। ডাক দিয়েছিলেন বদলের। বছর ঘুরতেও বদলাল না পাকিস্তান ক্রিকেটের ছবিটা। এবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ফলে এবারে ক্ষোভ রীতিমত উগরে দিলেন আক্রম।

আরও পড়ুনঃ IND Vs PAK: পাকিস্তান ছড়িয়ে লাট করল নাকি কোহলিরা আসলেই সর্বশ্রেষ্ঠ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১২০ রান তাড়া করতে পারেনি পাকিস্তান। যা দেখে ক্ষুব্ধ আক্রম (Wasim Akram) প্রশ্ন তুলেছিলেন, “এবার কি পাকিস্তানি ক্রিকেটারদের মুখে চুষিকাঠি দিতে হবে?” পাশাপাশি এও বলেন, “পাকিস্তান ক্রিকেট নিয়ে সত্যিটা এবার মেনে নিতেই হবে। মিথ্যা আশা দেখিয়ে লাভ নেই। এমনিতেও হারছে, তার থেকে বরং কিছু বাচ্চাকে তৈরি করা উচিত। তাতে এক বছর পর দলটা তৈরি হবে।”

এক বছরেও যে দল তৈরি হয়নি তার প্রমাণ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে সেমিফাইনালের আগেই। টানা দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরে গিয়েছে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল। এই পরিস্থিতিতে কিংবদন্তি বোলার আক্রম এতটাই চটে গিয়েছেন যে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেটারদের শেখার বা উন্নতি করার কোনো তাগিদ নেই।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/l

আক্রমের (Wasim Akram) কথায়, “শেষ কয়েক বছর ধরে আমরা এই প্লেয়ারদের সমর্থন করে গিয়েছি। কিন্তু এদের শেখার ইচ্ছা বা তাগিদ কিছুই নেই।” এরপরই পাকিস্তান ক্রিকেটের খোলনলচে বদলে ফেলার ডাক দিয়েছেন আক্রম। বলেন, “আমাদের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো বদলাতে হবে। তাতেই কোয়ালিটি ক্রিকেটার উঠে আসবে।”