Indian Economy: টেক্সটাইল সেক্টরে টাকার অবমূল্যায়ন! কী হবে ভবিষ্যৎ?

দেশ ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: ডলারের (Dollar) তুলনায় টাকার মূল্য শক্তিশালী হলে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। যা ভারতের অর্থনীতির (Indian Economy) উপর চাপ সৃষ্টি করবে। কিছু সেক্টর যেমন টেক্সটাইল (Textiles), অটোমোটিভ (Automotive) এবং ইলেকট্রনিক্সে সমস্যা (Electronics problems) তৈরি হতে পারে,যদিও টেক্সটাইল সেক্টর (Textile sector) এমন এক সেক্টর যা আমদানীকৃত পণ্যের উপর খুব বেশি নির্ভরশীল নয়।

আরও পড়ুন:https://www.facebook.com/share/p/18tJCQTGiD/

গত পাঁচ মাসে টাকার মূল্য ডলারের তুলনায় ৪ শতাংশ কমে গেছে,যা ভারতের অর্থনীতির (Indian Economy) উপর কিছু চাপ সৃষ্টি করেছে। ডলারের দাম বাড়ানোর ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারেও (Domestic market) প্রভাব পড়েছে এবং মুদ্রাস্ফীতি ধীরে ধীরে বাড়ছে। তবে,ডলারের দাম বৃদ্ধি কিছু ইতিবাচক দিকও রয়েছে বিশেষ করে যখন টাকার মূল্য ডলারের তুলনায় কমে যায়। তখন ভারতের রপ্তানি (Export) খাত উপকৃত হয়। যেমন চামড়াজাত পণ্য (Leather products) রপ্তানি করার সংস্থাগুলি লাভবান হচ্ছে, কারণ তাদের পণ্য বিদেশে বিক্রি করা সহজ হচ্ছে। একই সঙ্গে এসব সমস্যা স্থানীয় কর্মসংস্থানও (Employment) সৃষ্টি করে। যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক।

অপরদিকে যদি টাকার মূল্য ডলারের তুলনায় শক্তিশালী হতে থাকে তবে কিছু সেক্টর যেমন অটোমোটিভ ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যাল এবং রিফাইন্ড পেট্রোলিয়াম (Refined petroleum) পণ্য রপ্তানি সংস্থাগুলো উপকৃত হয়। কারণ এসব সংস্থাগুলি অনেক পণ্য আমদানির মাধ্যমে প্রস্তুত করে থাকে এবং টাকার শক্তিশালী হওয়া তাদের আমদানির (Import) খরচ কমিয়ে দেয়, যা রপ্তানি পণ্যের দামও কমাতে সাহায্য করে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

তবে টাকা শক্তিশালী হওয়া সব সেক্টরের জন্য লাভজনক নয়। টেক্সটাইল সেক্টরের (Textile sector) মতো কিছু খাতে, যেগুলি নির্ভর করে অভ্যন্তরীণ উৎপাদন (Domestic production) এবং আন্তর্জাতিক বাজারে (International market) প্রতিযোগিতা ধরে রাখার ওপর, সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ যেসব সেক্টর আমদানির উপর নির্ভর করে না, তাদের খরচ বাড়ে না, কিন্তু যেগুলি আমদানির উপর নির্ভরশীল তাদের খরচ বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠিন হয়ে পড়ে।

উল্লেখ্য, যেসব পণ্য আমদানি করা হয় তাদের আমদানি খরচ বাড়ানো দেশের অর্থনীতির (Indian Economy) জন্য চ্যালেঞ্জ হতে পারে। তাই টাকার অবমূল্যায়ন রপ্তানির জন্য সহায়ক হলেও এটি অর্থনীতির সামগ্রিক স্বাস্থ্যের জন্য বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে।

আরও পড়ুন:https://www.facebook.com/share/p/1AuRE9KTYg/