Suvendu Adhikari: সভাপতি ঠিক হওয়ার আগে ঘনঘন দিল্লিতে কেন শুভেন্দু?

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।‌ আরও একবার রাজ্যের ক্ষমতা দখলের লড়াইয়ে নামবে বিজেপি (BJP)। কার নেতৃত্বে এই লড়াই লড়া হবে তা আর কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা‌। এদিকে এরই মধ্যে মঙ্গলবার দিল্লিতে ঝটিকা সফর সারলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিমানবন্দর থেকে এরই মধ্যে মঙ্গলবার দিল্লিতে ঝটিকা সফর সারলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিমানবন্দর থেকে সরাসরি বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে চলে যান তিনি।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: নাম না করে ইঙ্গিতপূর্ণ বার্তা, অভিষেকের পোস্টে নয়া সমীকরণ দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা

সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করেছেন দলের দুই শীর্ষ সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং সুনীল বনসল। জানা গিয়েছে, এই বৈঠকে বাংলার পরবর্তী রাজ্য সভাপতি কে হতে পারেন সেই নিয়েই আলোচনা চলে। তাহলে কি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুই হতে চলেছেন বঙ্গ বিজেপির আগামী রাজ্য সভাপতি? বিধানসভা নির্বাচনে মুখ বেছে নেওয়ার আগে মঙ্গলবার পদ্ম শিবিরের দুই শীর্ষকর্তার সঙ্গে শুভেন্দুর বৈঠক কিন্তু উস্কে দিচ্ছে সেই জল্পনাই।

Suvendu Adhikari

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই দিব্যেন্দু অধিকারী, সম্প্রতি এমন একটি তালিকা প্রকাশ করেছে সিবিআই। আর এটি যে সময়ের ঘটনা, দিব্যেন্দু সেই সময় তৃণমূলে ছিলেন। সে কারণেই মঙ্গলবার শুভেন্দুর একদিনের দিল্লি সফর যথেষ্টই তাৎপর্যের দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে যা খবর, দোলযাত্রার আগেই সর্বভারতীয় সভাপতি বেছে নিতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে দলের নিয়ম হল, ৫০ শতাংশের বেশি রাজ্যে সভাপতি নির্বাচিত হলে তবেই কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ১৪টি রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই সভাপতি নির্বাচিত করে ফেলা হয়েছে। তাই বাংলাতেও আর দেরি করতে চায় না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ধারণা করা হচ্ছে, সে কারণেই শুভেন্দুকে তলব করা হয়েছিল।