Assam Earthquake: মাঝরাতে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৫

breakingnews আবহাওয়া দেশ

নিউজ পোল ব্যুরো: ফের ভূমিকম্প। এবারে মাঝরাতে কেঁপে উঠল আসাম। বুধবার রাত ২টো ২৫ মিনিট নাগাদ এই কম্পন (Assam Earthquake) অনুভূত হয়। জানা গিয়েছে যে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫। যা বেশ তীব্র।

আরও পড়ুনঃ Earthquake: দিল্লি-বিহারে ভূমিকম্পের তীব্র কম্পন, কোথাও কোনো ক্ষয়ক্ষতি?

গত ১ সপ্তাহে এই নিয়ে চতুর্থবার ভূমিকম্পের ঘটনা ঘটল উপমহাদেশে। গত মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশেও। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫.১। এছাড়া গত সপ্তাহে তিন ঘন্টারও কম ব্যবধানে কেঁপে ওঠে দিল্লি, বিহার, আসাম এবং ওড়িশার বিস্তীর্ণ এলাকা। সেই কম্পনের তীব্রতাও নেহাত কম ছিল না। দিল্লি এবং বিহারে ৪, ওড়িশার পুরীতে ৪.৭ এবং আসামের লাচুংয়ে ২.৩। এবার আরো একবার ভূকম্পন অনুভূত হল আসামে (Assam Earthquake)।

আরও পড়ুনঃ Kolkata Earthquake: সাতসকালে ভূমিকম্পে কাঁপল বাংলা! রিখটার স্কেলে ৫.১ মাত্রার কম্পন

চলতি ফেব্রুয়ারি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প আসামে (Assam Earthquake)। জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে যে, বুধবার রাত ২টো ২৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১৬ কলোমিটার গভীরে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে এই ঘনঘন ভূকম্পন রাতের ঘুম উড়িয়ে দিয়েছে পরিবেশবিদদের। এ কোন অশনি সংকেত? উল্লেখ্য, ভূপৃষ্ঠের নিচে যে সমস্ত টেকটনিক প্লেটগুলি রয়েছে, সেগুলি স্থির নয়। এদের নাড়াচাড়ার ফলে একে অপরের ওপর উঠে গেলে বা দূরে সরে গেলে ভূমিকম্পের ঘটনা ঘটে। গত মঙ্গলবার যে ভূমিকম্পে কলকাতা এবং বাংলাদেশ কেঁপে উঠেছিল তার এপি সেন্টার ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে।