CISF Recruitment: বাড়ছে সিআইএসএফ নিয়োগ! কীভাবে আবেদন করবেন জানুন!

দেশ

নিউজ পোল ব্যুরো: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF Recruitment) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে,যেখানে মোট শূন্যপদের (Vacant position) সংখ্যা ১১৬১ টি। এই নিয়োগটি হবে কনস্টেবল/ট্রেডসম্যান (Constable/Tradesman) পদে। আবেদন প্রক্রিয়া (Application process) শুরু হবে ৫ মার্চ থেকে এবং শেষ হবে ৩ এপ্রিল।আগ্রহী প্রার্থীরা সিআইএসএফ-এর (CISF Recruitment) অফিসিয়াল ওয়েবসাইট (Official website) cisfrectt.cisf.gov.in – এর মাধ্যমে অনলাইনে আবেদন (Online application) করতে পারবেন।

যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী (ম্যাট্রিকুলেশন) বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।পাশাপাশি,ইন্ড্রাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (Industrial Training Institute) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।আবেদনকারীর (Applicant) বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে,১ আগস্ট ২০২৫ অনুসারে।

নির্বাচন প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে একাধিক স্তরের পরীক্ষার মাধ্যমে।এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (Physical Efficiency Test),ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (Physical Standard Test),ডকুমেন্টেশন (Documentation),ট্রেড টেস্ট (Trade Test),লিখিত পরীক্ষা (Written test) এবং মেডিক্যাল এক্সামিনেশন (Medical Examination)।প্রতিটি পর্যায়ের পরীক্ষা সিআইএসএফ-এর নির্ধারিত রিক্রুটমেন্ট (Recruitment) সেন্টারে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/28/pm-modi-degree-issue-takes-a-new-turn-as-delhi-university-agreed-to-produce-all-the-documents-in-high-court/

এপ্লিকেশন ফি:
অসংরক্ষিত (Unreserved),ওবিসি (OBC) এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি (Application fee) ১০০ টাকা।তবে মহিলা প্রার্থী,এসসি (SC)/এসটি (ST) এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আবেদন ফি মুক্ত থাকবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

শূন্যপদের বিস্তারিত:
১.কনস্টেবল/রাঁধুনি – ৪৯৩টি
২.কনস্টেবল/মুচি – ৯ টি
৩.কস্টেবল/দর্জি – ২৩ টি
৪.কনস্টেবল/নাপিত – ১৯৯ টি
৫. কনস্টেবল /ধোপা – ২৬২ টি
৬.কনস্টেবল/ সাফাই কর্মী – ১৫২ টি
৭.কনস্টেবল/রঙের মিস্ত্রি – ২ টি
৮. কনস্টেবল/ কাঠের কাজের মিস্ত্রি – ৯ টি
৯.কনস্টেবল/ ইলেক্ট্রিশিয়ান – ৪ টি
১০. কনস্টেবল/মালি – ৪ টি
১১. কনস্টেবল/ঢালাইয়ের কাজের মিস্ত্রি – ১ টি
১২. কনস্টেবল /চার্জ মেক – ১ টি
১৩. কনস্টেবল/ এমপি এটেন্ডেন্ট – ২ টি

প্রার্থীরা সিআইএসএফ-এর (CISF Recruitment) অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) আরও বিস্তারিত তথ্য পেতে পারেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/geological-survey-india-global-research-175-years/