নিউজ পোল ব্যুরোঃ ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন অমৃত স্নানের মাধ্যমে বুধবার ছয় সপ্তাহব্যাপী মহাকুম্ভ (Mahakumbh) মেলার সমাপ্তি ঘটেছে। ১৩ জানুয়ারী মকর সংক্রান্তি উপলক্ষে শুরু হওয়া ৪৫ দিনের আধ্যাত্মিক মহাকুম্ভে (Mahakumbh) উত্তর প্রদেশের (Uttar Pradesh)প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে ভক্তদের রেকর্ড সংখ্যক সমাগম দেখা গিয়েছে। এই মেলা চলাকালীন ৬৬ কোটিরও বেশি মানুষ পবিত্র স্নান করেছেন বলেই সরকারি সূত্রে জানা গিয়েছে।
বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশে ভক্তদের সংখ্যা কয়েক দশক ধরে বেড়েছে, তবে ২০১৩ সালের তুলনায় এবারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে প্রয়াগরাজে ১২ কোটিরও বেশি মানুষ পবিত্র স্নান (Maha kumbh) করেছিলেন। ২০২৫ সালে এই সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। উত্তর প্রদেশ সরকারের দেওয়া তথ্য অনুসারে, বুধবার শেষ হওয়া মহাকুম্ভের শেষ দিনে, মহাশিবরাত্রিতে প্রায় এক কোটি ৫৩ লক্ষ ভক্ত পবিত্র স্নান করেছিলেন। আরও জানানো হয়েছে রেকর্ড সংখ্যক ৬৬ কোটি ৩০ লক্ষ ভক্ত পবিত্র স্নান করেছেন সঙ্গমে। এর আগে, ২০১৯ সালের প্রয়াগরাজ কুম্ভে, ২৪ কোটি ভক্ত সঙ্গমে পবিত্র স্নান করেছিলেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মহাকুম্ভে ছয়টি বিশেষ স্নানের তিথি ছিল। ১৩ জানুয়ারী পৌষ পূর্ণিমা, ১৪ জানুয়ারী মকর সংক্রান্তি, ২৯ জানুয়ারী মৌনী অমাবস্যা, ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। যার মধ্যে তিনটি ‘অমৃত স্নান’ রয়েছে।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/28/dilip-ghosh-said-mamata-is-scared-about-2026-assembly-election/
তবে এই পুণ্য (Mahakumbh) স্নানে যাওয়ার সময়ে দুর্ঘটনাও ঘটেছে। সরাকারী তথ্য অনুযায়ী, গত মাসে মৌনী অমাবস্যা উপলক্ষে পদদলিত হয়ে কমপক্ষে ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হন। দুর্ঘটনা ঘটে দিল্লির স্টেশনেনেও। এক্স-এর একটি পোস্টে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছিলেন,”মানবতার ‘মহাযজ্ঞ’, বিশ্বাস, ঐক্য এবং সাম্যের মহা উৎসব, মহাকুম্ভ-২০২৫, প্রয়াগরাজ, যা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশনায় আয়োজিত, আজ মহাশিবরাত্রির পবিত্র স্নানের মাধ্যমে তার সমাপ্তির দিকে এগিয়ে চলেছে।” তিনি আরও বলেন, “১৩ জানুয়ারী, পৌষ পূর্ণিমা থেকে শুরু করে আজ ২৬শে ফেব্রুয়ারী, মহাশিবরাত্রী পর্যন্ত, মোট ৪৫ দিনে, ৬৬ কোটি ২১ লক্ষেরও বেশি ভক্ত প্রয়াগরাজের মহাকুম্ভ-২০২৫-এ পবিত্র ত্রিবেণীতে স্নানের পবিত্র সুবিধা পেয়েছেন। এটি বিশ্ব ইতিহাসে নজিরবিহীন – অবিস্মরণীয়।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/