Abhishek Banerjee: নেতাজি ইনডোরে প্রাপ্তির ভাঁড়ার কতটা পূর্ণ হল অভিষেকের?

কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: প্রায় ছয় মাস পর একই মঞ্চে মমতা-অভিষেক। দুজনের গলাতেই শোনা গেল একই সুর। দুজনেই আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা গিয়েছে যে, “অভিষেক সবটা গুছিয়ে বলেছে। আমি তো অত গুছিয়ে বলতে পারি না।” সব ঠিক আছে। কিন্তু আসলে বৃহস্পতিবারের নেতাজি ইনডোর থেকে প্রাপ্তির ভাঁড়ার কতটা পূর্ণ হল অভিষেকের (Abhishek Banerjee)? আদৌ হল কি?

আরও পড়ুনঃ Mamata on Ipac: বিজেপির বিরুদ্ধে কাঁটা দিয়েই কাঁটা তুলতে চান মমতা, ভরসা তাই আইপ্যাক

দলের অন্দরেই অভিষেক (Abhishek Banerjee) নিয়ে নানা মুনির নানা মত। বৃহস্পতিবারের পর অনেককেই বলতে শোনা যাচ্ছে, যে দূরত্ব তৈরি হয়েছিল দুই কুশীলবের মধ্যে তা আপাতত ঘুচেছে। কোথায় ঘুচেছে? পাল্টা প্রশ্ন রাজনীতিতে ম্যাচিওর নেতাদের। নিজেদের যুক্তির সপক্ষে তাঁদের ব্যখ্যা, অভিষেকের কিছু কথায় তৃণমূল সুপ্রিমো সায় দিয়েছেন ঠিকই কিন্তু ভোটার তালিকা সংক্রান্ত ৩৫ জনের কমিটিতে তাঁকে গুরুত্ব দেওয়া হল কোথায়?

ভোটার তালিকা কমিটিতে মাথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আর দুই নম্বরে থাকা অভিষেক নেহাতই সাধারণ সদস্য। তাছাড়া এদিন সভা থেকে মমতা স্পষ্টই বার্তা দিয়েছেন যে দলের প্রতীকই শেষ কথা। বলেন, “অনেকে বলছেন, আমি তৃণমূল বুঝি না। জোড়া ফুল বুঝি না। অমুক দাদার লোক আমি। ওসব হবে না। প্রতীকটাই আসল। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যে নেহাত চুনোপুঁটিদের উদ্দেশ্যে নয়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Abhishek Banerjee in Netaji Indoor
Abhishek Banerjee in Netaji Indoor

এদিকে অভিষেককে (Abhishek Banerjee) নিয়ে সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতিতে যে জল্পনার সূত্রপাত হয়েছে সেটি বৃহস্পতিবার নস্যাৎ করে দিয়েছেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। নেতাজি ইনডোরের মঞ্চে উঠে জোর গলায় দাবি করেন, “অনেকেই বলাবলি করছে যে আমি নাকি বিজেপিতে চলে যাচ্ছি। নাকি নতুন দল গড়ছি। আমার গলা কেটে দিলেও ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান বেরোবে।” প্রশ্ন উঠছে, কেন এত ব্যাখ্যার প্রয়োজন হল?

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তৃণমূলের আশাবাদী নেতৃবৃন্দ ঠিক এই জায়গাতেই আশার আলো দেখছেন। তাঁরা বলছেন, বরফ গলছে। কিন্তু সত্যিই কি তাই। দলের রাশ যে নিজের হাতেই রাখছেন সেটা বৃহস্পতিবার স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন মমতা। এদিকে অভিষেক, তিনিও কি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি নিয়ে মুখ খুলে পাল্টা বার্তা দিলেন না মুখ্যমন্ত্রীকে? যিনি আবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। অভিষেক কি বার্তা দিতে চাইলেন না যে ‘সেবাশ্রয়’ কর্মসূচির মাধ্যমে এক সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হচ্ছে?

প্রশ্ন আরেক জায়গাতেও। গত ছয় মাসে ধরে দলের সাংগঠনিক কাজে দেখা যাচ্ছে না অভিষেককে (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে আবদ্ধ করে রেখেছেন তিনি। তাহলে কি অভিষেকের জেলা সফরের অধ্যায় শেষ হয়ে গেল? যদিও অভিষেক অনুগামীদের দাবি, কিছুই শেষ হয়নি। এসব সংবাদ মাধ্যমের অপপ্রচার। অভিষেক আছেন পুরনো অভিষেকেই।‌ যাঁর কাছে তৃণমূল কংগ্রেসই শেষ কথা। অর্থাৎ অভিষেকের গল্প ফুরোল। নটে গাছটি মুড়োল।‌