Kangana Ranaut-Javed Akhtar: বিতর্কের অবসান! কঙ্গনা-জাভেদের সম্পর্কের নতুন মোড়?

বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউড(Bollywood) মানেই গ্ল্যামার, প্রতিভা, আর তার সঙ্গে লেগে থাকা কিছু বিতর্ক (Controversy)। এখানে সাফল্যের পাশাপাশি কাঁটাও কম নেই। তারকাদের ব্যক্তিগত জীবন, সম্পর্কের সমীকরণ, পেশাদার দ্বন্দ্ব সবই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে বলিউডে এমন কিছু তারকা আছেন, যাঁরা শুধু তাঁদের অভিনয়ের জন্য নয়, বরং তাঁদের সাহসী মন্তব্যের জন্যও শিরোনামে থাকেন। তাঁদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অভিনেত্রী থেকে রাজনীতিবিদ, তাঁর প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন বিতর্কের জন্ম দেয়। এই বিতর্কের অন্যতম অধ্যায় ছিল তাঁর এবং বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) মধ্যে চলা দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই (Legal Battle)। অবশেষে, ২০২৫ সালে সেই লড়াইয়ে ইতি টানলেন দু’জনেই(Kangana Ranaut-Javed Akhtar)। তবে চমকের এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে, কঙ্গনার আসন্ন ছবির (Upcoming Film) জন্য গান লেখার ইচ্ছাও প্রকাশ করেছেন জাভেদ আখতার(Javed Akhtar)! তাহলে কি পাঁচ বছরের রেষারেষি ভুলে এবার মিলনের বার্তা দিচ্ছেন তাঁরা?

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/28/kiara-advani-sidharth-malhotra-first-anniversary-announcement/

ঘটনার সূত্রপাত ২০২০ সালে, যখন বলিউডে নেপোটিজম (Nepotism) বিতর্ক তুঙ্গে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর বলিউডের অন্দরের অন্ধকার দিক নিয়ে সরব হন কঙ্গনা। তিনি সরাসরি নাম নিয়ে বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্বদের আক্রমণ করেন। এই তালিকায় বাদ যাননি বলিউডের তিন খান (Three Khans) থেকে শুরু করে বিখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারও। একটি সাক্ষাৎকারে (Interview) কঙ্গনা দাবি করেছিলেন, একবার জাভেদ আখতার তাঁকে(Kangana Ranaut-Javed Akhtar) নিজের বাড়িতে ডেকে পাঠান। তখন কঙ্গনার সঙ্গে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) সম্পর্ক নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। কঙ্গনার অভিযোগ ছিল, সেই সময় জাভেদ আখতার তাঁকে রীতিমতো ভয় দেখান, চাপ দেন যাতে তিনি রোশান পরিবারের কাছে ক্ষমা চান। তিনি নাকি এমনও বলেন, যদি কঙ্গনা(Kangana Ranaut) তা না করেন, তাহলে তাঁর জীবন ধ্বংস হয়ে যাবে—হয় জেলে যেতে হবে, নয়তো আত্মহত্যার (Depression and Suicide) পথ বেছে নিতে হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হন জাভেদ আখতার। তিনি কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা (Defamation Case) দায়ের করেন, অভিযোগ করেন যে অভিনেত্রী সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। এর পর পাল্টা মামলা দায়ের করেন কঙ্গনাও। তাঁর অভিযোগ ছিল, জাভেদ আখতার তাঁর ব্যক্তিগত জীবনে (Personal Life) অনধিকার চর্চা করছেন এবং তাঁকে অপমান করেছেন। এই মামলাগুলি বছরের পর বছর ধরে চলতে থাকে। দুই পক্ষই নিজেদের(Kangana Ranaut-Javed Akhtar) অবস্থানে অনড় ছিলেন। তবে ২০২৫ সালে এসে অবশেষে এই লড়াই শেষ হয়। দুই পক্ষই আদালতের বাইরে সমঝোতায় (Out of Court Settlement) আসার সিদ্ধান্ত নেন। যদিও কী শর্তে এই সমঝোতা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি। তবে এই আইনি লড়াই মিটে যেতেই এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। শোনা যাচ্ছে, জাভেদ আখতার কঙ্গনার নতুন ছবির জন্য গান লেখার আগ্রহ প্রকাশ করেছেন! তাহলে কি এতদিনের রেষারেষির ইতি টেনে এবার বন্ধুত্বের (Friendship) নতুন অধ্যায় শুরু হবে? নাকি এটা শুধুই পেশাদার সিদ্ধান্ত?