Guitar Village in West Bengal: আপনিও কি সুরের ভক্ত? তাহলে একবার ঘুরে আসুন ‘গিটার গ্রাম’ থেকে!

অফবিট জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সঙ্গীতপ্রেমীদের কাছে গিটার (Guitar) কেবল একটি বাদ্যযন্ত্র নয়; এটি আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ। একজন সুরস্রষ্টার হাতে পড়লে এই যন্ত্রের প্রতিটি তার যেন জীবন্ত হয়ে ওঠে, সৃষ্টি করে অসাধারণ সব সুর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই যন্ত্রটি(Guitar) তৈরি হয় কোথায় এবং কিভাবে? গিটার তৈরির কথা উঠলেই হয়তো বিদেশি কোম্পানির নাম প্রথমে মনে আসে, কিন্তু জানলে অবাক হবেন, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শ্যামনগর (Shyamnagar) কাউগাছি চন্ডিতলা এলাকায় রয়েছে এক বিশেষ গ্রাম, যা ‘গিটার গ্রাম’ (Guitar Village in West Bengal) নামেই পরিচিত। এখানে ঢুকলেই চোখে পড়বে একের পর এক ছোট-বড় গিটার তৈরির কারখানা (Guitar Factory)। গিটার তৈরির শব্দ, কাঠ কাটার গুঞ্জন, পালিশ করার ধ্বনি – চারিদিকে কেবলই গিটারের ব্যস্ততা। এই শিল্প শুধু একটি বাদ্যযন্ত্র তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বহু মানুষের জীবিকার মূল ভিত্তিও। এখানে তৈরি গিটার শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, এমনকি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও পাড়ি জমায়।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/28/belpahari-tiger-fear-once-again-within-3-months/

গিটার তৈরির প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ এবং ধৈর্য ও কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। এই এলাকায়(Guitar Village in West Bengal) প্রায় ১৫ বছর ধরে গিটার তৈরি করছেন গোবিন্দ বিশ্বাস (Govinda Biswas)। তার কথায়, মূলত পাঁচ থেকে ছয় ধরনের অ্যাকোস্টিক গিটার (Acoustic Guitar) এখানে তৈরি হয়। প্রতিটি গিটার সম্পূর্ণভাবে প্রস্তুত করতে কমপক্ষে সাত দিন সময় লাগে। প্রথমেই গিটারের নেক (Neck) তৈরি করা হয় এবং সেটি যথাযথ আকারে কাটাই করে পাঠানো হয় ফিটিংস (Fittings) এর ঘরে। অন্যদিকে, গিটারের মেন বডি (Main Body) তৈরি হয় বিভিন্ন ডাইসের (Dice) মাধ্যমে। এরপর বডির দুই পাশে প্লাইউড (Plywood) লাগিয়ে আঠা (Glue) দিয়ে আটকে রাখা হয় এবং সেটি রোদে শুকানো হয়। এরপর আসল সংযোজনের কাজ শুরু হয়। বডির সাথে নেক জয়েন্ট (Joint) করা হয়, যা গিটারের স্থায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযোজন সম্পূর্ণ হলে এটি চলে যায় পালিশের (Polish) ঘরে, যেখানে বিভিন্ন রং ও পালিশের মাধ্যমে গিটারকে আকর্ষণীয় করে তোলা হয়। পরিশেষে, গিটারের স্ট্রিং (String) সংযোজন করা হয় এবং প্রতিটি গিটারকে সুরেলাভাবে টিউন (Tune) করা হয়। এরপর গিটার প্যাকিং (Packing) করে বিভিন্ন স্থানে পাঠানো হয়।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/mother-gives-birth-to-4-children-at-once-in-malda/

এই গিটার নির্মাণ শিল্পের সাথে প্রচুর মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। কেউ কাঠ (Wood) সরবরাহ করেন, কেউ প্লাইউড দেন, কেউ গিটার পালিশ করেন, আবার কেউ বা গিটারের তার বাঁধার কাজে ব্যস্ত থাকেন। ফলে এই শিল্প(Guitar Village in West Bengal) কেবল বাদ্যযন্ত্র তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বিশাল কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করেছে। এখানকার তৈরি গিটার ব্যবসায়ীদের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছে যায়। এমনকি বাংলাদেশ (Bangladesh), নেপাল (Nepal) সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও এই গিটারের চাহিদা রয়েছে। অনেক ব্যবসায়ী এখানে এসে গিটার দেখে অর্ডার (Order) দিয়ে যান, এবং সেইমতো পছন্দসই গিটার তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই গিটার গ্রাম শুধুমাত্র গিটার নির্মাণের জন্য বিখ্যাত নয়, এটি সঙ্গীতপ্রেমীদের জন্যও এক দারুণ গন্তব্য হতে পারে। যদি কখনো মনে হয় নিজের জন্য একটি ভালো মানের অ্যাকোস্টিক গিটার(Accoustic Guitar) কিনবেন, তবে দোকানে না গিয়ে একবার এই গ্রামে ঘুরে আসতে পারেন। এখানকার কারিগরদের হাতের তৈরি গিটার শুধু মানের দিক থেকে ভালো নয়, বরং তুলনামূলকভাবে সাশ্রয়ীও বটে।