Virat Kohli: বিরাটকে যে নামে ডাকেন যুবরাজ সিং, জানলে অবাক হবেন

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ফের প্রচারের আলোয় বিরাট কোহলি (Virat Kohli)। দিকে দিকে চলছে বিরাট বন্দনা। একদিকে যেমন স্বদেশিরা অন্যদিকে তেমনই বিদেশিরা। নাসির হুসেন, মাইক আথারটন থেকে শুরু করে রিকি পন্টিং একের পর এক প্রাক্তন ক্রিকেটাররা বিরাটের প্রশংসায় পঞ্চমুখ। এমনকি পাকিস্তানিদের পর্যন্ত ‘বিরাট ঘোর’ কাটছে না কিছুতেই। এদিকে এরই মধ্যে প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে সামনে এল এক চমকপ্রদ তথ্য।‌

আরও পড়ুনঃ Champions Trophy: বাবররা ছিটকে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে পাকিস্তান, কী হবে এবার?

জানেন কি ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং কী নামে ডাকেন বিরাটকে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে একটি টিভি শোতে উপস্থিত হয়েছিলেন যুবরাজ। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন নভজ্যোৎ সিং সিধু এবং অন্যদিকে পাকিস্তানের তরফে উপস্থিত হয়েছিলেন ইনজামাম উল হক ও শাহিদ আফ্রিদি। আর এখানেই এক ক্রিকেট ভক্তের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে সত্যিটা তুলে ধরেছেন যুবি।

Virat Kohli

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের পর থেকে ধাপে ধাপে যে উচ্চতায় বিরাট (Virat Kohli) নিজেকে নিয়ে গিয়েছেন, তা যেন এক রূপকথা। বিরাট নয়, তিনি যেন সত্যিই মহাবিরাট। উক্ত ভক্ত বিরাটের এই মহাবিরাট রূপ নিয়েই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন যুবিকে। এর উত্তর দিতে গিয়েই যুবি জানান বিরাট তো অবশ্যই মহাবিরাট। তাতে কোনো সন্দেহই নেই। তবে বিরাটকে তিনি একটি অন্য নামে ডাকেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বিরাটকে (Virat Kohli) অনেক ক্রিকেটভক্ত ভালবেসে কিং কোহলি নামে ডেকে থাকেন। তবে মজার বিষয় হল, যুবরাজও কিন্তু এই নামেই ডাকেন বিরাটকে। উক্ত ভক্তকে তিনি বলেন, “তোমার মহাবিরাটকে আমি ডাকি কিং কোহলি বলে।” উল্লেখ্য, জাতীয় দল ছাড়া আইপিএলে আরসিবি দলেও একসঙ্গে খেলেছেন বিরাট-যুবরাজ। দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও লক্ষ্য করা গিয়েছে সেসময়।