নিউজ পোল ব্যুরো: গত শুক্রবার হরিয়ানার(Hariyana) রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের ধার থেকে উদ্ধার হয়েছিল কংগ্রেস নেত্রী হিমানী নরওয়ালের দেহ(Congress Leader Murder) । নীলরঙা একটি ট্রলিব্যাগের মধ্যে ভরা ছিল দেহ। সেই ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। কি কারণে এই খুন তা খুঁজে বের করতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমেই দু’জনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয় এবং একজনকে গ্রেফতার(arrest) করা হয়। পুলিশ জানিয়েছে যে যুবককে গ্রেফতার করা হয়েছে তিনি মৃত কংগ্রেস নেত্রীর প্রেমিক।
পুলিশ সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে, হরিয়ানার বাহাদুরগড়ের বাসিন্দা অভিযুক্তের হিমানীর সঙ্গে সম্পর্ক ছিল। সূত্র আরও জানিয়েছে যে হিমানী তাকে ব্ল্যাকমেইল করছিলেন এবং তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যে স্যুটকেসে হিমানীর মৃতদেহ পাওয়া গেছে তা কংগ্রেস নেত্রীর ছিল। শুধু তাই নয় কংগ্রেস নেত্রী হিমানী নরওয়ালকে তাঁর হরিয়ানার বাড়িতেই খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। একজনকে গ্রেফতারের পরেই হিমানির পরিবার মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। সেই সঙ্গে এটাও জানানও হয়েছে যে মৃত নেত্রীর শেষকৃত্য আজই সম্পন্ন হবে। হিমানির ভাই সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, “একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, এবং আজ আমরা তার (হিমানী নারওয়াল) দাহ করব। মিডিয়ায় অনেক গুজব ছড়ানো হচ্ছে… আমরা ন্যায়বিচার পাব… আমরা এখনও জানি না অভিযুক্ত কে; পুলিশ আমাদের কোনও তথ্য দেয়নি… আমরা অভিযুক্তের মৃত্যুদণ্ড চাই।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালও খুন হওয়া নেত্রী হিমানী হরিয়ানায় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র সময়ে রাহুল গান্ধীর সঙ্গী ছিলেন। শুধু তাই নয় কংগ্রেসের একটি সূত্রের দাবি, ওই তরুণী হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব এবং তাঁর পুত্র দীপেন্দ্র হুডার ঘনিষ্ঠ ছিলেন। ঘটনা নিয়ে হরিয়ানার প্রদেশ কংগ্রেসে সভাপতি ভূপেন্দ্র সমাজমাধ্যমে লেখেন, ‘‘হিমানী নরওয়াল নামে এক কংগ্রেস কর্মীকে নৃশংস ভাবে খুন(Congress Leader Murder) করা হয়েছে। এই ঘটনার উচ্চ পর্যায় এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’’ মৃতদেহ উদ্ধারের সময় হিমানীর গলায় স্কার্ফ জড়ানো ছিল। পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। মৃতার মা কংগ্রেসকে দোষারোপ করেছেন, বলেছেন যে মেয়ের মৃত্যুর পর কোনও দলের নেতা তাদের সাথে যোগাযোগ করেননি ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/