নিউজ পোল ব্যুরো: শহরের রাস্তায় রাত নটার পর সরকারি বাসের (Bus Service) ঠিকানা পাওয়া যায় না। ভোগান্তির (Suffering) শিকার হয় যাত্রীরা, আর বেসরকারি বাসের (Private bus) সংখ্যা দিনকে দিন কমে যাওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তবে এবার সুবিধার জন্য পরিবহন নিগম লেট নাইট সার্ভিস (Late Night Bus Service) চালু করেছে। শহরের গুরুত্বপূর্ণ কুড়িটি রুটে রাত পৌনে এগারোটা পর্যন্ত বাস চলবে। যার ফলে রাত বারোটা বা সাড়ে বারোটা পর্যন্ত যাত্রীরা বাস পেতে সক্ষম হবে। অফিস বা দোকান বন্ধ করে যারা বাড়ি ফিরছেন তাদের আর বাস না পেয়ে অসুবিধায় পড়তে হবে না। সরকারি ও বেসরকারি উভয় ধরনের বাস এই রুটগুলোর উপর চলবে। করোনা পরিস্থিতির কারণে আগে নাইট সার্ভিস বন্ধ (Late Night Bus Service) থাকলেও এখন এটি পুনরায় চালু করা হচ্ছে।

আরও পড়ুন:Kolkata Metro: টানা আড়াই দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা
এই বিশেষ সার্ভিসের আওতায় এসি ২৪এ,এসি ৫,এসি ৫০এ,এসি ১২ডি,এসি ৩৯, ইবি ১৪, ই ১, এস ২৪, এস ৭, এস ৩ এ, এস ৩০, এস ১২ডি, এসি ৩৭, এসি ৪৭, এসি ৫৪, এস ১২, এস ১০ এ, এস ৩১, ই ৩২, এস ২২ রুট গুলোর উপর বাস চলবে। এই বাসগুলো ধর্মতলা, এক্সাইড, রাসবিহারী টালিগঞ্জ, মেট্রো কামাল গাজী, রুবি, বেলেঘাটা, বিল্ডিং মোড়, উল্টোডাঙ্গা, ডানলপ, শ্যামবাজার, গিরিশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা ১৪ নম্বর, তারাতলা, সায়েন্সসিটি, খিদিরপুর, পার্ক সার্কাস, পিটিএস সহ গুরুত্বপূর্ণ মোড় যাত্রীদের সেবা প্রদান করবে।

এছাড়াও দূরপাল্লার রুটের জন্য ছ’টি নতুন ভলভো বাস কেনার পরিকল্পনা (Planning) রয়েছে, যার প্রতিটির দাম প্রায় ১.২৫ কোটি টাকা। বর্তমানে পরিবহন নিগমের হাতে প্রায় ৭০ টি ভলভো বাস (Volvo Bus) রয়েছে, যদিও রক্ষণাবেক্ষণের কারণে বেশিরভাগ বাস এখন ডিপোতে (Depo) রয়েছে। তবে দ্রুত সেগুলো সরিয়ে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
নবান্নের (Nabanna) প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Chief Minister Mamata Banerjee) পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে (Snehashish Chakraborty) রাস্তায় বাসের সংখ্যা বাড়ানোর জন্য নির্দেশনা দিয়েছিলেন। তারপর থেকেই যাত্রীরা জানিয়েছেন, শহরের রাস্তার বাসের সংখ্যা যথেষ্ট বেড়েছে। আগে রাতে মাত্র কিছু রুটে বাস পাওয়া যেত। কিন্তু এখন সমস্যা দূর হয়ে যাবে। এসি ও নন এসি বাসের (AC bus Non AC bus) সার্ভিস ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে।

এছাড়াও, কলকাতা মেট্রো (Kolkata Metro) রাতে যাত্রীদের সুবিধার জন্য নাইট সার্ভিস (Late Night Bus Service) চালু করেছে যার ফলে রাত ১০:৪০ মিনিটে শেষ মেট্রো ছেড়ে যায়। তবে নতুন বাস সার্ভিসের (Late Night Bus Service) মাধ্যমে রাত ১১ টা, সাড়ে ১১ টা নাগাদ ও যাত্রীরা নির্দিষ্ট স্টপেজ থেকে বাস পাবেন। তাহলে রাতের পরিবহনের জন্য অতিরিক্ত টাকা খরচ করার প্রয়োজন আর হবে না।
আরও পড়ুন:Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!