Kolkata Metro: টানা আড়াই দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা

breakingnews কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: ফের ভোগান্তি পোয়াতে হবে নিত্যযাত্রীদের যারা নিয়মিত মেট্রো(Kolkata Metro) ব্যবহার করে থাকেন। কলকাতা মেট্রো সূত্রে খবর, আড়াই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো(East West Metro) পরিষেবা বন্ধ থাকবে। চলতি সপ্তাহে ৭ মার্চ শুক্রবার সন্ধেয় ৭টা থেকে ১০ মার্চ সোমবার সকাল ৭টা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সোমবার সকাল ৮টা থেকে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান(Esplanade-Howrah Maidan) এবং শিয়ালদহ সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে। কিন্তু প্রশ্ন একটাই। কেন টানা আড়াই দিন বন্ধ থাকবে এই রুটের মেট্রো পরিষেবা?

আরও পড়ুন:- Kolkata Metro: পুলিশের অনুমতি না মেলায় থমকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো

বউবাজার মেট্রো লাইন(Boubazar Metro Line) নিয়ে অনেকদিন ধরেই জল্পনা তুঙ্গে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন শিয়ালদহ এসপ্ল্যানেড মেট্রো(Sealdah-Esplanade Metro) রুট বউবাজারের সঙ্গে জুড়ে দিতে আর কোনো বাধা নেই। কিন্তু তাও এই লাইন কতটা নিরাপদ সেই নিয়ে উঠছে প্রশ্ন। মেট্রো লাইনের কাজ কতটা সম্পূর্ণ হয়েছে? মেট্রো লাইনের কাজ খতিয়ে দেখতে আসছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট এসোসিয়েশন(International Safety Audit Association)। আড়াই দিন ধরে তারা মেট্রো লাইনের খুঁটিনাটি পর্যবেক্ষন করে দেখবেন। তাই শুক্রবার সন্ধে ৭টার পর থেকে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো(East West Metro) পরিষেবা। সব কিছু পর্যবেক্ষন করে ফের চালু করা হবে মেট্রো(Kolkata Metro) পরিষেবা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

কলকাতা মেট্রো সূত্রে খবর এসপ্ল্যানেড হাওড়া ময়দান মেট্রো রুটে শেষ মেট্রো(Kolkata Metro) ছাড়বে শুক্রবার সন্ধেয় ৭টায়। এরপর আর কোনো মেট্রো চলাচল করবে না। শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে আসার শেষ মেট্রো ছাড়তে পারে আনুমানিক শুক্রবার সন্ধে ৭টা ৩ নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ(Sector V-Sealdah Metro) রুটে আসার শেষ মেট্রো রওনা দিতে পারে ৭টা ৫ নাগাদ। সোমবার সকাল ৮তায় মেট্রো পরিষেবা আবার স্বাভাবিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রতিদিনের মতো নির্দিষ্ট সময় প্রথম মেট্রো পরিষেবা(Metro Facility) শুরু হবে। এই বিষয় বিস্তারিত কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করেনি কলকাতা মেট্রো। যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রার আগে কলকাতা মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইট(Official Website) থেকে সঠিক তথ্য জেনে নেওয়ার জন্য।