নিউজ পোল ব্যুরো: বিশ্বের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (Mount Everest), যা ছোটবেলা থেকেই আমাদের কাছে পরিচিত। এবার নতুন এক গবেষণায় (Research) উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। বর্তমান গবেষণার (Research) মাধ্যমে বিজ্ঞানীরা (Scientist) জানাচ্ছেন, মাউন্ট এভারেস্টের (Mount Everest) থেকেও অন্তত ১০০ গুণ উচ্চতার এক পর্বতশৃঙ্গ (Mountain peak)পৃথিবীর অন্তর্গত, তবে এটি পৃথিবীপৃষ্ঠে (Earth’s surface) নয় বরং এটি গোপনে পৃথিবীর অভ্যন্তরে আফ্রিকা (Africa)এবং প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) তলদেশে লুকিয়ে রয়েছে।
আরও পড়ুন:Blue Ghost: মহাকাশযান ব্লু-গোস্ট চাঁদের মাটিতে!

গবেষণায় (Research) বলা হয়েছে, যেখানে মাউন্ট এভারেস্টের (Mount Everest)উচ্চতা প্রায় ৮ হাজার ৮০০ মিটার, সেখানে এই অদেখা পর্বত শৃঙ্গের উচ্চতা হতে পারে প্রায় ১ হাজার কিলোমিটার। এটি একটি নতুন ধরনের ভূতাত্ত্বিক কাঠামো (Geological structure) যা পৃথিবীর কোর এবং ম্যানটেলের এর মধ্যে অবস্থান করছে। অনেকাংশের ধারণা, এটি প্রায় ৫০ কোটি বছর আগে গঠিত হতে পারে। বিজ্ঞানী আরোইন ডিউস (Aroin Deuce), যিনি এই গবেষণার (Research) নেতৃত্বে আছে তিনি বলেন, এটি হয়তো হঠাৎ করে তৈরি হয়েছে অথবা এটি দীর্ঘকাল ধরেই এখানে রয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এটি এমন এক বিশাল কাঠামো যা দুই টেকটোনিক প্লেট (Tectonic plates) দ্বারা পরিবেষ্টিত। গবেষণা অনুসারে, এই পর্বতটি সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে, যেখানে একটি টেকটোনিক প্লেট (Tectonic plates)অন্য প্লেটের নিচে চলে যায়। ভূমিকম্পের (Earthquake) সময় শকওয়েভের মাধ্যমে বিজ্ঞানীরা এটি প্রথম আবিষ্কার করেন। ভূমিকম্পের (Earthquake)তরঙ্গের গতি কমে যাওয়ার কারণে এই অঞ্চলে একটি বিশাল কাঠামো রয়েছে। যা আশেপাশের টেকটোনিক প্লেটগুলির (Tectonic)তুলনায় অনেক বেশি গরম।

এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই রহস্যময় পর্বতের সঠিক গঠন এবং তার আকাশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য (Detailed information) জানার চেষ্টা করছেন। এটি পৃথিবী (World) সম্পর্কে আমাদের জ্ঞানের নতুন দিক উন্মোচিত করেছে এবং ভবিষ্যতে (Future) আরো অনেক চমকপ্রদ তথ্য প্রকাশিত হতে পারে।
আরও পড়ুন:Hyperloop Train: অবিশ্বাস্য গতিতে ছুটবে ভারতের প্রথম হাইপারলুপ!