Trump Vs Zelenskyy: বৈরীতা ভুলে কাছাকাছি আমেরিকা-রাশিয়া? ফুঁসছে ইউক্রেন

breakingnews আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: কিভ কি একসূত্রে বেঁধে দিচ্ছে ওয়াশিংটন আর মস্কোকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠাণ্ডা লড়াই থেকে যে বৈরীতার সূত্রপাত, অবশেষে কি তার অবসান ঘটতে চলেছে? সত্যি কথা বলতে, সম্প্রতি ওয়াশিংটনের ওভাল অফিসে ট্রাম্প এবং জেলেনস্কির বচসার (Trump Vs Zelenskyy) পর তেমন ইঙ্গিতই দেখা যাচ্ছে। আর তাতেই চূড়ান্ত ক্ষুব্ধ ইউক্রেন।

আরও পড়ুনঃ Trump Vs Zelenskyy: রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আর সাহায্য করবে না আমেরিকা

ঠান্ডা লড়াইয়ের (Cold War) সময় গোটা বিশ্ব কার্যত দুটি মেরুতে বিভক্ত হয়ে যায়। একদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। অন্যদিকে রাশিয়া এবং তার মিত্ররা। এরপর থেকে দুই দেশের মধ্যে কথার গোলাগুলি কখনো খুল্লাম খুল্লা চলেছে। আবার কখনো বা আকারে ইঙ্গিতে একে অপরকে বুঝিয়ে দিয়েছে, সীমার মধ্যে থাক। শুধু ঠান্ডা লড়াই কেন? সাম্প্রতিককালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও তৃতীয় পক্ষ হিসেবে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র। গত ২০২২ সালে মস্কো যখন প্রথমবার ইউক্রেনে আঘাত হেনেছিল, তখনই আমেরিকা ঘোষণা করে যে তারা ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) সর্বতোভাবে সাহায্য করবে।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় আসতেই এক লহমায় বদলে যায় ছবিটা। ট্রাম্প এসেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মিটমাট করাতে উদ্যোগী হয়ে উঠেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের মধ্যে আলোচনাও হয়েছে ইউক্রেন প্রসঙ্গে। ফলে ধারণা করা হয়েছিল, খুব শিগগিরই হয়ত কোনো সমাধান সূত্র বেরোতে পারে। কিন্তু ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কির বাদানুবাদ (Trump Vs Zelenskyy) বদলে দিয়েছে যাবতীয় সমীকরণ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ট্রাম্প-জেলেনস্কি বচসার (Trump Vs Zelenskyy) পরই যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ইউক্রেনের সংসদের বিদেশ কমিটির প্রধান ওলেকজেন্ডার মেরেঝকো এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি তোপ দেগেছেন ট্রাম্পের বিরুদ্ধে। তিনি বলেন, “বিষয়টি দেখতে খুবই খারাপ লাগছে। দেখে মনে হচ্ছে, ট্রাম্প আমাদের আত্মসমর্পণের দিকে ঠেলে দিচ্ছেন। যাতে আমরা রাশিয়ার দাবি মেনে নিই, সেই চেষ্টাই চলছে।” কিভের এই শীর্ষ কর্তার এহেন মন্তব্য থেকেই পরিষ্কার যে রুশ-মার্কিন মাখামাখি মোটেই ভাল চোখে দেখছে না তারা। যদিও যুক্তরাষ্ট্রের তাতে বিন্দুমাত্র হেলদোল নেই। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির রয়েছেন ট্রাম্প। তাই আমেরিকার মিত্ররাও যেন সেই লক্ষ্য স্থির থাকে।