IIT Kharagpur: অনলাইনে প্রশিক্ষণ দেবে আইআইটি খড়গপুর

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: এবার নতুন উদ্যোগ আইআইটিতে (IIT Kharagpur)! আইন (Law) এবং ব্যবসার (Business) ক্ষেত্রে ক্যারিয়ার (Career) গড়তে কি কি দক্ষতা প্রয়োজন তা নিয়ে নতুন প্রশিক্ষণ কর্মসূচি (Training program) চালু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুর। সম্প্রতি আইআইটি খড়গপুর (IIT Kharagpur) তাদের ওয়েবসাইটে (Website) একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে যে এই প্রশিক্ষণটি অনলাইনে (Online) পরিচালিত হবে। এই প্রশিক্ষণ কর্মসূচিটি বিশেষভাবে কন্ট্রাক্ট নেগোসিয়েশন ড্রাফট অ্যান্ড ম্যানেজমেন্ট বা চুক্তি সংক্রান্ত আলোচনা, খসড়া তৈরি এবং পরিচালনা বিষয়ক। এটি রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল-এর উদ্যোগে আয়োজিত হবে।

আরও পড়ুন:Indian Calling Code: ফোন কলের কোড নিয়ে চমকপ্রদ তথ্য

প্রশিক্ষণটি আগামী ৫ থেকে ৮ মে পর্যন্ত চলবে এবং এতে অংশগ্রহণকারীরা ক্লাস লেকচার প্র্যাকটিক্যাল এক্সারসাইজ (Practical Exercise) এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন কৌশল শিখতে পারবেন। এই কোর্সে (Course) আবেদন করতে আগ্রহী পড়ুয়া শিক্ষক গবেষক বা বিভিন্ন সংখ্যার কর্মীরা অংশ নিতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরিতে (Categories) আবেদনকারীদের জন্য আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। যেমন পড়ুয়া (Student) বা গবেষকদের (Researcher) জন্য ফি হবে ৪ হাজার ৫০০ টাকা, শিক্ষক বা শিক্ষিকাদের জন্য ৫ হাজার টাকা এবং অন্যদের জন্য ৮ হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ফি ধার্য করা হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এই প্রশিক্ষণ কর্মসূচি থেকে অংশগ্রহণকারীরা চুক্তি স্বাক্ষরের প্রাথমিক দিক বিভিন্ন চুক্তির কৌশল এবং চুক্তিপত্রের খসড়া তৈরি বিষয়ক মৌলিক ধারণা পাবেন। এই কোর্সটি (Cource) আইআইটি দক্ষ অধ্যাপকদের দ্বারা পরিচালিত হবে আগ্রহীরা করছে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া কিউআর কোড (QR Code) স্ক্যান করে নাম নিবন্ধন করতে পারবেন। প্রশিক্ষণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আইআইটির (IIT Kharagpur) ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

আরও পড়ুন:IGNOU- ইগনু-তে ওয়েস্ট ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে!