সামাজিক অনুষ্ঠান হোক বা কারও ব্যক্তিগত অনুষ্ঠান, ডাক পেলেই হাজির হন বহুরূপী স্ট্যাচু শিল্পী কৃষ্ণ বৈরাগী(Krishna Bairagi) । এবার একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে হাজির কৃষ্ণ বৈরাগী(Krishna Bairagi) ও তার টিম। কেউ সাজলেন ছোটা ভীম, কেউ চার্লি চ্যাপলিন,কেউ প্রহরী। এদের মধ্যে ছোটা ভীম ছোটদের নজর কেড়েছে, নজর কাড়েন চার্লি চ্যাপলিনও।
অনুষ্ঠানের আগে মঞ্চের একপাশে গ্রীনরুম তৈরি করে চলে সাজসজ্জা। নিজেরাই নিজেদের কিছুটা সাজিয়ে তোলেন। তারপর তাদের নিখুঁতভাবে সাজিয়ে তোলেন শিল্পী কৃষ্ণ বৈরাগী(Krishna Bairagi)। এই কাজে সাহায্য করেন তার ভাইপো সায়ন বৈরাগীও।
আরও পড়ুন: Neel-Trina: টলিপাড়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে নীল-তৃণা

সাজ শেষে যে যার পজিশনে দাড়িয়ে যান। অনুষ্ঠানের গেটে অতন্দ্র প্রহরায় বল্লমহাতে দুজন প্রহরী। সামনে ছোটা ভীম আর চার্লি চ্যাপলিন(Charlie Chaplin)। ছোটরা তো ছোটা ভীমকে দেখে বেজায় খুশি। বাড়িতে টেলিভিশনে এই কার্টুন চরিত্রেই মজে থাকে অনেক ছোটরা। বাচ্চাদের কাছে ছোটা ভীমের(Chhota Bheem) জনপ্রিয়তা ঈর্ষণীয়। এবার সেই ছোটা ভীমকে কাছে পেয়ে তাকে পাড়লে জড়িয়ে ধরে ছোটরা। অনেকেই ছোটা ভীমের সঙ্গে ছবি তোলে নিজেদের মোবাইলে। ছোটা ভীমকে দেখতে হাজির পাড়ার ছোটরাও।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ কমেডিয়ান চার্লি চ্যাপলিন। পরনে ব্যাগি প্যান্ট, পায়ে বড় আকারের জুতা পরে, মাথায় একটা ডার্ভি হ্যাট আর হাতে একটা ছড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার অঙ্গভঙ্গি দেখে অনেকেই হাসছেন। পাশাপাশি ক্যামেরা বন্দি করেছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/p/1YewqiVpeo/
কৃষ্ণ বৈরাগীকে(Krishna Bairagi) এদিন বহুরূপী রূপে দেখা না গেলেও তার নির্দেশনায় দর্শকদের মনোরঞ্জন করেন টিমের সদস্যরা। অবশ্য কৃষ্ণ বৈরাগী(Krishna Bairagi)নিজেও দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে নানান সাজে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন তিনি। চোখের পলক না ফেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন একই রকম ভঙ্গিতে।